লা লিগায় রোনাল্ডোর বিরুদ্ধে খেলা ফাতাউ মহমেডানের হয়ে খেলতে এলেন
রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধেও খেলেছেন ডিফেন্সিভ এই মিডফিল্ডার।
নিজস্ব প্রতিবেদন: সাত বছর পর আবার আই লিগে খেলবে মহমেডান স্পোর্টিং। ২০১৩-১৪ মরশুমে শেষ বার আই লিগে খেলেছিল সাদা-কালো ব্রিগেড। এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল আইএসএলে খেলছে। আই লিগে বাংলার প্রতিনিধিত্ব করছে কলকাতার আর এক প্রধান।
আই লিগে ভালো ফল করতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে মহমেডান স্পোর্টিং। ইতিমধ্যেই নতুন স্প্যানিশ কোচ হোসে হেভিয়ারকে নিয়ে এসেছেন সাদা-কালো কর্তারা। দলের শক্তি বাড়াতে এবার শহরে চলে এলেন লা লিগায় খেলা মহম্মদ ফাতাউ। ২৭ বছর বয়সী ঘানার মিডফিল্ডারটির লা লিগার খেলার অভিজ্ঞতা রয়েছে। গ্রানাডার হয়ে নটি ম্যাচ খেলেছেন। রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধেও খেলেছেন ডিফেন্সিভ এই মিডফিল্ডার।
ভারতে এসে মহমেডানকে আই লিগ চ্যাম্পিয়ন করাতে চান তিনি। ফাতাউ বলেন, " ভারতে প্রথম খেলতে এলাম। মহমেডানের হয়ে খেলার সুযোগ পেয়ে খুশি। নতুন চ্যালেঞ্জ। এবার ক্লাবকে আই লিগ চ্যাম্পিয়ন করতে চাই।"
আরও পড়ুন -ফুটবলের রাজপুত্রকে শ্রদ্ধার্ঘ, মারাদোনাময় বুর্জ খলিফা