একদিনের ক্রিকেটে একশো উইকেট মেয়েকে উত্সর্গ করলেন মহম্মদ শামি
কেরিয়ারের এই মাইলস্টোন আদরের মেয়েকেই উত্সর্গ করেছেন শামি।
নিজস্ব প্রতিবেদন : গতকালই একদিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন মহম্মদ শামি। একই সঙ্গে ম্যাচের সেরাও হয়েছেন তিনি। তাঁর কেরিয়ারের এই মাইলস্টোন আদরের মেয়েকেই উত্সর্গ করেছেন শামি। গত বছরে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদ এমন পর্যায়ে পৌঁছায় যে সেই ঘটনার জল বোর্ড পর্যন্ত গড়ায়। সেই সব বিতর্ককে দূরে সরিয়ে মাঠে ফিরে আবার আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি। একদিনের ক্রিকেটে একশো উইকেট নিয়ে তা মেয়েকেই উত্সর্গ করেছেন তিনি। টুইটে তা জানান শামি। তিনি লেখেন, "প্রত্যেককে ধন্যবাদ যারা কঠিন সময়ে ব্যক্তি এবং ক্রিকেটার শামির পাশে দাঁড়িয়েছেন, প্রার্থনা করেছেন এবং আমার ওপর আস্থা রেখেছেন। আর এই ১০০ উইকেট আমি আমার এঞ্জেল অর্থাত্ মেয়েকেই উত্সর্গ করছি।"
Thank You One & All for the Support Wishes, Prayers & Enduring Trust on me through thick & thin times as a Player & a Person.
I Dedicate this feat to my angel Daughter.@circleofcricket @BCCI @ICC @cric pic.twitter.com/oISYQ0vipl
— Mohammad Shami (@MdShami11) January 23, 2019
শামি আরও বলেন,"এটা একটা লম্বা সফর। আমি ২০১৫ সালে বিশ্বকাপে খেলেছি। তারপর চোট পাই। সারতে প্রায় দু'বছর সময় লেগে যায়। রিহ্যাবের পর ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলাম। এর কিছুদিন পর আমি ছন্দে ফিরি এবং আত্মবিশ্বাস ফিরে পাই।" সঙ্গে তিনি আরও বলেন, "দেখে থাকবেন ২০১৮ সালে আমি নিয়মিত টেস্ট ক্রিকেটে খেলেছি। আত্মবিশ্বাস তুঙ্গে। আমি এখনও একই গতিতে বল করে যাই যে গতিতে শুরুতে বল করতাম। আশা করি সেই গতিতেই বল করে যাব। তবে অন্যান্য সব ফরম্যাটের মধ্যে টেস্ট ক্রিকেটই আমার পছন্দের।"
আরও পড়ুন - শামিকে এত ফিট আগে দেখেননি কোহলি!