IND vs PAK | T20 World Cup: 'সব হিসেব...' নিউ ইয়র্কে জোড়া পাক মিসাইল হামলা! রোহিতদের কড়া হুঁশিয়ারি মহারথীর

Mohammad Kaif Warns India About Two Pak Cricketers Before IND vs PAK: দুয়ারে ভারত-পাক ম্য়াচ! দুই ক্রিকেটারকে নিয়ে রোহিতদের কড়া হুঁশিয়ারি মহারথীর

Updated By: Jun 4, 2024, 10:52 PM IST
IND vs PAK | T20 World Cup: 'সব হিসেব...' নিউ ইয়র্কে জোড়া পাক মিসাইল হামলা! রোহিতদের কড়া হুঁশিয়ারি মহারথীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামিকাল ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে (IND vs IRE, T20 World Cup 2024)। গা ঘামানোর ম্য়াচে ভারত হেলায় হারিয়েছিল বাংলাদেশকে। রোহিতরা মোটামুটি নিজেদের পরখ করে নিয়েছেন। আয়ারল্য়ান্ডের পর ভারত ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে নিউ ইয়র্কে খেলবে। আর সেটাই 'মাদার অফ অল ব্য়াটল'। ফের ভারত-পাক। ভারত বনাম পাকিস্তান মানেই হাইভোল্টেজ ম্যাচ। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মনে বিপুল আগ্রহ ও উত্তেজনা থাকে, সে যে ফরম্য়াটেই বা যে ইভেন্টে খেলা হোক না কেন। বাবর আজমদের বিরুদ্ধে নামার আগে ভারতকে সতর্ক করলেন প্রাক্তন মহারথী মহম্মদ কাইফ (Mohammad Kaif)। সাফ বলছেন এক ব্য়াটার ও এক বোলার বদলে দিতে পারেন হিসেব।

আরও পড়ুন: Babar Azam: 'বডি শেমিং' বাবরের, ১১০ কিলোর সতীর্থকে 'গে*' বলে ডাকলেন! অনুশীলনে হাসির রোল

কাইফ ভারত-পাক ম্য়াচ নিয়ে কথা বলেছেন সম্প্রচারকারী চ্য়ানেলে। তিনি বলেন, 'দেখুন সবাই জানে পাকিস্তানের ব্য়াটিং দুর্বল। তবে ওদের ফখর জামান একটু দ্রুত খেলে। তবে ভারত-পাক ম্য়াচে ওর ভিতরের আগুন যদি জ্বলে ওঠে, তাহলে কিন্তু ও সম্ভবত একা হাতে ম্য়াচ বার করে দিতে পারে। এরপর আমি রাখব ইফতিখার আহমেদকে। ও একটু দ্রুত খেলে। বাকি ওদের সবার স্ট্রাইক রেট ১২০ থেকে ১২৫। ওদের ব্য়াটিং নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে ওদের বোলিং কিন্তু রীতিমতো ভীতিপ্রদক। ওদের দলে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ আছে। চোটের জন্য় ভারতে বিশ্বকাপ খেলতে আসেনি নাসিম শাহ। এবার কিন্তু ও ফিট। বাউন্সি পিচ পাবে। নাসিম দারুণ বোলার। মেলবোর্নে ভারতকে বিরাট জিতিয়েছিল ঠিকই। কিন্তু নাসিমের প্রথম স্পেলটা মনে করে দেখুন একবার। ওর বলে খোঁচা দিয়েছিল বিরাট। স্লিপে ক্য়াচ হাতছাড়া হয়। ইংল্য়ান্ডের কাছে হেরেই পাকিস্তান বিশ্বকাপে খেলতে আসছে। তবে আমরা পাকিস্তানের ইতিহাস জানি। ওরা আচমকা কিছু করে দিতে পারে। গতবার ওরা ফাইনাল খেলেছিল কিন্তু। এবার মনে হচ্ছে ভারত-পাকিস্তান সেয়ানে-সেয়ানে লড়াই হবে।'

বিশ্বকাপে ভারতের ১৫ সদস্য়ের দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্য়ামসন (উইকেটকিপার), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। রিজার্ভে রয়েছেন: শুভমন গিল, রিঙ্কু সিং, খালিল আহমেদ ও আবেশ খান।

আরও পড়ুন: Team India | T20 World Cup 2024: ভুগতেই হবে 'পঙ্গু' ভারতকে! কাঠগড়ায় তিন সুপারস্টার, মহারথীর বিধ্বংসী মিসাইল

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

.