টি-টোয়েন্টিতে রোহিতকে টপকে রাজ করছেন মিতালি!

এদিনই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেললেন মিতালি। ৪৭ বলে ৫৬ রান করেন তিনি।

Updated By: Nov 12, 2018, 02:53 PM IST
টি-টোয়েন্টিতে রোহিতকে টপকে রাজ করছেন মিতালি!

নিজস্ব প্রতিবেদন : রোহিত শর্মাকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান এখন মিতালি রাজের দখলে। রবিবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে এই নজির গড়লেন মিতালি।

আরও পড়ুন - অস্ট্রেলিয়ায় কঠিন লড়াই হবে, সতর্ক রোহিত শর্মা!

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৪ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। ৮৭ ম্যাচে রোহিতের রান ২২০৭। এদিনই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেললেন মিতালি। ৪৭ বলে ৫৬ রান করেন তিনি। আর সেই সুবাদে ৮৪ ম্যাচে মিতালির রান এখন ২২৩২। রোহিতের চেয়ে ২৭ রানে এগিয়ে রয়েছেন মিতালি। কুড়ি-কুড়ির ক্রিকেটে আগেই ভারত অধিনায়ক বিরাট কোহলিকে টপকে গিয়েছিলেন মিতালি। এবার টপকে গেলেন রোহিত শর্মাকে। ভারতীয়দের মধ্যে মোট রানের বিচারে মিতালি, রোহিতের পরই রয়েছেন বিরাট।

আরও পড়ুন - টি-২০ বিশ্বকাপে প্রত্যাশামতোই পাক বধ ভারতীয় প্রমীলাবাহিনীর

টি-টোয়েন্টিতে মহিলাদের সর্বাধিক রানের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন মিতালি। ২৯১৩ রান করে সবার ওপরে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। ওয়েস্ট ইন্ডিজের সারা টেলর রয়েছেন দু নম্বরে, করেছেন ২৬৯১ রান। ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসের রান ২৬০৫, তিনি তালিকায় তিন নম্বরে। অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ২২৪১ রান করে চার নম্বরে।

.