IPL Auction 2024: জলের মতো খরচ... স্টার্ককে নিয়েই সব টাকা শেষ, লোকসান ভেবে শাহরুখের হাহুতাশ!

Mitchell Starc's IPL 2024 Auction Price And Shah Rukh Khan Reply: মিচেল স্টার্ক তাঁর টাকা নিয়ে চলে গিয়েছে! সাফ জানিয়ে দিলেন শাহরুখ খান। কেকেআর মালিকের বক্তব্য় ভাইরাল।

Updated By: Dec 20, 2023, 08:05 PM IST
IPL Auction 2024: জলের মতো খরচ... স্টার্ককে নিয়েই সব টাকা শেষ, লোকসান ভেবে শাহরুখের হাহুতাশ!
যে খবর ঝড় তুলে দিল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুবাইয়ে আইপিএল মিনি নিলামে (IPL Auction 2024), প্রথমে দর্শকের আসনেই বসেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আগুনে নিলামযুদ্ধে ভেঙ্কি মাইসোর অ্যান্ড কোংয়ের নিস্ক্রিয়তা দেখে, সোশ্যাল মিডিয়ায় একাধিক নেটাগরিকরা প্রশ্ন তুলেছিলেন যে, কেকেআর কী করতে গিয়েছে! তবে সময় গড়ানোর সঙ্গেই কেকেআর আড়মোড়া ভেঙে ওঠে। ধীরে ধীরে দল গোছায়। শুধু দল গোছানোই নয়, একেবারে ইতিহাস লিখে ফেলে কলকাতা। মিচেল স্টার্ককে (Mitchell Starc) ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় নেয় শাহরুখ খানের (Sharukh Khan)। অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপ জয়ী মহাতারকা পেসার হয়ে যান আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। ৩২ কোটি ৭০ লক্ষ টাকা নিয়ে নিলামে নামে দল, তারা একজনের জন্য়ই খরচ করে ফেলেছে ২৪ কোটি টাকার উপর! কেকেআরের (KKR) অন্য়তম মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। বলিউড বাদশা কার্যত মজার ছলে বুঝিয়েই দিলেন যে, টাকা বেরিয়ে গেল জলের মতো...

আরও পড়ুন: IPL 2024 Kolkata Knight Riders Players List: কেমন হল শাহরুখের আর্মি? দেখে নিন চব্বিশের নাইটদের

রাত পোহালেই মুক্তি পাবে শাহরুখের চলতি বছরের তৃতীয় সিনেমা-'ডাঙ্কি' (Dunki)। 'জওয়ান' ও 'পাঠান'-এর পর, 'ডাঙ্কি'ও বক্স-অফিসে ঝড় তুলবে বলে আশাবাদী শাহরুখের ফ্য়ানরা। তেমনই এক ফ্য়ান শাহরুখকে এক দারুণ এক প্রশ্ন করে বসেন এক্স (সাবেক ট্য়ুইটার) অ্যাকাউন্টে। কিং খান #AskSRK দিয়ে প্রশ্নোত্তর সেশন করছিলেন। তখনই তুষার শর্মা নামের এক ফ্য়ান শাহরুখকে প্রশ্ন করেন, 'আচ্ছা, ডাঙ্কির প্রথম দিনের কালেকশন আর মিচেল স্টার্কের নিলামের দামের মধ্য়ে কত'টা পার্থক্য় থাকবে?' শাহরুখ সেই অনুরাগীকে লেখেন, 'কেন এই প্রশ্ন, ডাঙ্কি আমাকে টাকা দেবে। আর স্টার্ক আমার টাকা নিয়ে চলে গেল।' শাহরুখের এই মজার উত্তর শুনে নেটদুনিয়াতে উঠেছে হাসির রোল।

নিলামে কেকেআর নিয়েছে-মিচেল স্টার্ক (২৪ কোটি ৭৫ লক্ষ), কেএস ভারত (৫০ লক্ষ), চেতন সাকারিয়া (৫০ লক্ষ), অঙ্গকৃষ রঘুবংশী (২০ লক্ষ), রমনদীপ সিং (২০ লক্ষ), শেরফানে রাদারফোর্ড (১.৫ কোটি), মণীশ পাণ্ডে (৫০ লক্ষ), মুজিব উর রহমান (২ কোটি), গাস অ্য়াটকিনসন (১ কোটি) ও সাকিব হুসেইনকে (২০ লক্ষ)।

আরও পড়ুন: IPL Auction 2024: মাথা ঠুকছেন নায়িকা, মহার্ঘ 'ভুল'-এ না চেয়েও এই ক্রিকেটার! নিলামে চূড়ান্ত নাটক

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)
 

.