IPL 2020: আইপিএল থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ, পরিবর্তে কাকে নিল হায়দরাবাদ?
শেষ পর্যন্ত আশঙ্কায় সত্যি হল! আমিরশাহি আইপিএল থেকে ছিটকে গেলেন সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার মিচেল মার্শ।
নিজস্ব প্রতিবেদন : একটা দুটো ম্যাচ নয়। পুরো আইপিএল থেকেই ছিটকে যেতে পারেন মিচেল মার্শ। শেষ পর্যন্ত আশঙ্কায় সত্যি হল! আমিরশাহি আইপিএল থেকে ছিটকে গেলেন সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার মিচেল মার্শ। তাঁর পরিবর্ত হিসেবে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে নিল হায়দরাবাদ।
We wish you a speedy recovery, Mitchell Marsh! Once a Riser, always a Riser #OrangeArmy #KeepRising pic.twitter.com/VxiwzIe8xQ
— SunRisers Hyderabad (@SunRisers) September 23, 2020
সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজের দ্বিতীয় বলে অ্যারন ফিঞ্চের একটি শট বাঁচাতে গিয়ে গোড়ালি মচকে যায় মার্শের। এরপর আর দুটি বল করলেও খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন মিচেল মার্শ। এমনকি ব্যাটিংয়ের সময় দশ নম্বরে ব্যাট করতে নামেন তিনি। তখনই বোঝা গিয়েছিল হাঁটাচলায় বেশ অসুবিধা হচ্ছে মার্শের। হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয় যে আইপিএল খেলতে পারবেন না মিচেল মার্শ।
Official Statement
Mitchell Marsh has been ruled out due to injury. We wish him a speedy recovery. Jason Holder will replace him for #Dream11IPL 2020 .#OrangeArmy #KeepRising
— SunRisers Hyderabad (@SunRisers) September 23, 2020
২০১৯ সালে আইপিএল নিলামে দু'কোটি টাকা বেস প্রাইসে মিচেল মার্শকে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত আইপিএল থেকে ছিটকে যাওয়ায় মার্শের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারকে নিল তারা। ২০১৪-১৫ সালে সানরাইজার্সের হয়ে খেলেছিলেন হোল্ডার। এরপর চেন্নাই এবং কলকাতার হয়ে খেলার পর আবার হায়দরাবাদে ফিরে এলেন হোল্ডার। যদিও এবারের নিলামে হোল্ডারকে কেউ কেনেনি। তবে আমিরশাহি পৌঁছে ছয় দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে হোল্ডারকে। তারপর কোভিড টেস্টের ফল নেগেটিভ এসে তবেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
আরও পড়ুন - IPL 2020: আজ লিগে অভিযান শুরু করছে KKR, শাহরুখ শিবিরকে আগাম শুভেচ্ছা মমতার