জোড়া জাতীয় রেকর্ড গড়ে সৌরভের শহরে বাজিমাত মীরাবাঈ চানুর

আসন্ন টোকিও অলিম্পিকে ভারত্তোলনে ভারতের সম্ভাব্য পদকজয়ী হিসেবে দেখা হচ্ছে মীরাবাঈ চানুকে।

Reported By: সুশোভন মুখোপাধ্যায় | Edited By: সুখেন্দু সরকার | Updated By: Feb 4, 2020, 08:15 PM IST
জোড়া জাতীয় রেকর্ড গড়ে সৌরভের শহরে বাজিমাত মীরাবাঈ চানুর

নিজস্ব প্রতিবেদন :  কলকাতায় নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ভারতের তারকা ভারোত্তলক মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিকের প্রস্তুতিতে জাতীয় ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তারকা ভারোত্তলক। ২০৩ কেজি ভার তুলে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন চানু।

আসন্ন টোকিও অলিম্পিকে ভারত্তোলনে ভারতের সম্ভাব্য পদকজয়ী হিসেবে দেখা হচ্ছে মীরাবাঈ চানুকে। কেন তিনি টোকিওতে ভারতের সেরা বাজি,সেটা মঙ্গলবার দুপুরে সৌরভের শহরে বুঝিয়ে দিয়ে গেলেন চানু। জোড়া জাতীয় রেকর্ড গড়ে জাতীয় ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। স্ন্যাচ আর ক্লিন অ্যান্ড জার্ক বিভাগ মিলিয়ে ২০৩ কেজি ওজন তুললেন মণিপুরের এই ভারোত্তলক। দুটো বিভাগেই নিজের রেকর্ড ভাঙেন চানু।

অলিম্পিকে পদক পেতে ২১০ কেজি ভার তুলতে চান মীরাবাই। এপ্রিলে কাজখাস্তানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। লড়তে হবে চিনা ভারোত্তলকদের সঙ্গে। সেখানেই ২১০ কেজি ভার তোলার টার্গেট নিয়ে এগোচ্ছেন মীরাবাই। তাই কলকাতায় সোনা জিতেও চানুর পাখির চোখ কাজাখস্তানে।

আরও পড়ুন - কোবের মৃত্যু জীবনদর্শন বদলে দিয়েছে: বিরাট কোহলি

.