CWG 2022 | Mirabai Chanu: কমনওয়েলথে দেশকে সোনা এনে দিলেন মীরাবাই চানু

২০১৮ সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথে ৪৮ কেজি বিভাগে মীরাবাই সোনা পেয়েছিলেন। চার বছর পর ফের তিনি কমনওয়েলথে সোনা জিতলেন। এবার ৪৯ কেজি বিভাগে। 

Updated By: Jul 30, 2022, 11:34 PM IST
CWG 2022 | Mirabai Chanu: কমনওয়েলথে দেশকে সোনা এনে দিলেন মীরাবাই চানু
দেশকে সোনা এনে দিলেন মীরাবাই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের ঘরে এল প্রথম সোনা! সৌজন্যে মীরাবাই চানু (Mirabai Chanu)। শনিবার চলতি কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম সোনা এনে দিলেন ইম্ফলের কন্যা মীরাবাই। এদিন বার্মিংহ্যামে ভারতের ভারোত্তোলনে জয়জয়কার। দিনের শুরু হয়েছিল সঙ্কেত সরগরের (Sanket Sargar) রুপো দিয়ে, এরপর ব্রোঞ্জ জেতেন গুরুরাজা পূজারি (Gururaja Poojary)। এবার স্বর্ণপদক মীরার। ২০১৮ সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথে ৪৮ কেজি বিভাগে মীরা সোনা পেয়েছিলেন। চার বছর পর ফের তিনি কমনওয়েলথে সোনা জিতলেন। এবার ৪৯ কেজি বিভাগে। এদিন শুরু থেকেই মীরা ছিলেন দুরন্ত ফর্মে। বুঝিয়ে দিয়েছিলেন যে, শ্রেষ্ঠত্বের পদক নিজের গলায় ঝোলাতে চলেছেন তিনি। আর সেটাই ঘটল। সোনা জিতে দেশবাসীর মুখে হাসি ফোটালেন মীরা।

আরও পড়ুন: Virender Sehwag | Hima Das: হিমা দাসকে শুভেচ্ছা জানিয়ে ভয়ংকর ট্রোলড হলেন শেহওয়াগ!

মীরাবাই এদিন কমনওয়েলথ গেমসে রেকর্ড করেই সোনা জিতলেন। তিনি মোট ২০১ কেজি ভারোত্তোলন করেন এদিন। যার মধ্যে স্ন্যাচে তুলেছেন ৮৮ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে মীরাবাই তুলেছেন ১১৩ কেজি। টোকিও অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন মীরাবাই । কর্নম মালেশ্বরীর পর ভারতের দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস লিখেছিলেন তিনি। মালেশ্বরী ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ৬৯ কেজি বিভাগে। ২১ বছর পর ভারতের ভারোত্তোলনে পদক এনে দিয়েছিলেন মীরাবাই। এরপরেই মীরাবাইয়ের ওপর প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছিল। তিনি কমনওয়েলথে ভাল করবেন বলেই মনে করা হয়েছিল। ভারতের পদক জয়ের অন্যতম সম্ভাবনাময় অ্যাথলিট ছিলেন তিনি। সেটাই এদিন প্রমাণ করে দিলেন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে মীরাবাই এদিন রেকর্ড গড়েছেন। প্রথমবারেই তিনি তুলেছেন ১০৯ কিলো। দ্বিতীয় প্রচেষ্টায় এসে কাঁধে তোলেন ১১৩ কিলো। সেটিও কমনওয়েলথে গেমস রেকর্ড। এদিন মোট ২০১ কিলো তুললেন মীরাবাই ইতিহাস লিখলেন। এই প্রতিযোগিতায় এমনটা পারেননি এর আগে কোনও ভারোত্তোলকই। মরিশাসের মেরি রানাইভোসোয়া দ্বিতীয় হয়েছেন। দুই বিভাগ মিলিয়ে তিনি তুলেছেন ১৭২ কিলো। তৃতীয় স্থানে কানাডার হান্নাহ কামিনস্কি। তিনি তুলেছেন ১৭১ কিলো।

আরও পড়ুন: India vs Zimbabwe: ধাওয়ানের নেতৃত্বে জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়া, বিশ্রামে বিরাট, রোহিত, হার্দিক, ঋষভ

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.