মিনি অ্যাসেজে হার অসিদের

ইংল্যান্ড- ২৬৯/৬ (বেল ৯১, ম্যাকাই-৩৮/২)।। অস্ট্রেলিয়া-২২১/৯ (বেইলি ৫৫অপ, অ্যান্ডারসন ৩/৩০) ইংল্যান্ড ৪৮ রানে জয়ী। ম্যাচের সেরা-ইয়ান বেল

Updated By: Jun 8, 2013, 11:39 PM IST

ইংল্যান্ড- ২৬৯/৬ (বেল ৯১, ম্যাকাই-৩৮/২)।। অস্ট্রেলিয়া-২২১/৯ (বেইলি ৫৫অপ, অ্যান্ডারসন ৩/৩০)
ইংল্যান্ড ৪৮ রানে জয়ী। ম্যাচের সেরা-ইয়ান বেল
প্রস্তুতি ম্যাচের দুঃস্বপ্ন মূল প্রতিযোগিতাতেও অব্যাহত থাকল জর্জ বেইলির দলের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এ-র প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে হেরে গেল অস্ট্রেলিয়া। শনিবার বার্মিংহোমে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৮ রানে বেইলিদের হারটা শুধু হার দেখে মনেই হল এই অসি দলে সেই এক্স ফ্যাক্টরটাই নেই।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বাইশ গজে ল়ডাইটা শুধু একটা ক্রিকেট ম্যাচে সীমাবদ্ধ থাকে না। হয়ে ওঠে সম্মানের। সেই মিনি অ্যাসেজ লড়াইয়ে ইয়ান বেল আর জেমস অ্যান্ডারসেনের দুরন্ত পারফরম্যান্সে ঢাকা পড়ে গেল ক্রিকেট বিশ্বের জয়ের প্রতীক হলুদ রঙ।
শনিবার বার্মিংহামের এজবাস্টনে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে অ্যালিস্টার কুকরা তোলেন ২৬৯ রান। অধিনায়ক কুক ৪২ বলে ৩০ রান, ইয়ান বেল ১১৫ বলে ৯১ রান করেন। রবি বোপারা ৩৭ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে কখনই লড়াই ছিল না অস্ট্রেলিয়া। ১৩৬ রানের মধ্যে মাইকেল ক্লার্কের অনুপস্থিতি লড়লেন শুধু অধিনায়ক বেইলি (৫৫ অপ) আর জেমস ফকনার (৫৪)।

Tags:
.