সাউদাম্পটনেও সেঞ্চুরি করবেন কোহলি, ভবিষ্যদ্বাণী ভনের
ইংল্যান্ডে তিন টেস্টে ইতিমধ্যেই ৪৪০ রান করে ফেলেছেন ভারত অধিনায়ক।
নিজস্ব প্রতিবেদন : ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অ্যান্ডারসন, ব্রড, ওকস, স্টোকসদের সামলে অবলীলায় ব্যাটিং করে চলেছেন বিরাট। সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ রান বিরাটেরই। সেই বিরাট সাউদাম্পটনে চতুর্থ টেস্টে কত রান করবেন তার ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।
আরও পড়ুন - ঋষভ পন্থকে 'স্লেজিং' করায় স্টুয়ার্ট ব্রডকে শিক্ষা দিলেন বিরাট!
ইংল্যান্ডে তিন টেস্টে ইতিমধ্যেই ৪৪০ রান করে ফেলেছেন ভারত অধিনায়ক। প্রথম তিন টেস্টে কোহলির ব্যাটিং গড় ৭৩.৩৩। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের বেয়ারস্টোর রান ২০৬। স্টিভ স্মিথকে সরিয়ে বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বিরাট। চার বছর আগে ২০১৪ সালে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজে বিরাট সর্বসাকুল্যে করেছিলেন ১৩৪ রান। আর এবার যেন 'বিরাট-ফোবিয়া' রীতিমতো তাড়া করে বেড়াচ্ছে ইংল্যান্ড শিবিরকে। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের কথাতেও তারই প্রমাণই মিলল। আগামী ম্যাচে কি ফের শতরান করতে পারবেন কোহলি? টুইটারে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ককে প্রশ্ন করেছিলেন এক সমর্থক। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক সংক্ষেপে উত্তর দেন, ‘highly likely’ অর্থাৎ, সম্ভাবনা প্রবল।
Highly likely ... https://t.co/4DaHkKvR1K
— Michael Vaughan (@MichaelVaughan) August 24, 2018
এজবাস্টনে প্রথম টেস্টে দুই ইনিংসে শতরান এবং অর্ধশতরান করেন। ট্রেন্ট ব্রিজে আগের টেস্টেই দ্বিতীয় ইনিংসে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন বিরাট। প্রথম ইনিংসে তাঁর সেঞ্চুরি হাতছাড়া হয় ৩ রানের জন্য। সেই বিরাট আতঙ্কে ভুগতে হতে পারে চতুর্থ টেস্টেও। আগাম জানিয়ে দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ভনও। আগামী ৩০ অগাস্ট থেকে সাউদাম্পটনে শুরু চতুর্থ টেস্ট। ট্রেন্ট ব্রিজে দুর্দান্ত কামব্যাকের পর সিরিজে সমতা ফেরনোর লক্ষ্যে টিম ইন্ডিয়া।