৮০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল মেক্সিকান মেসি
১৬ বছর বয়সে পা দেওয়ার আগেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে তার তুলনা শুরু হয়ে গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন- এমনিতেই এত কম বয়সে এমন একখানা তকমা পেয়ে গিয়েছে সে। মেক্সিকোয় তাকে সবাই মেসি বলেই চেনে। মাত্র ১৫ বছর বয়স তার। ১৬ বছর বয়সে পা দেওয়ার আগেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে তার তুলনা শুরু হয়ে গিয়েছে। নিজের দেশের ফুটবল সার্কিটে মেক্সিকান মেসি বলে পরিচিত সে। সেই লুকা রোমেরো এবার আশি বছরের পুরনো একখানা রেকর্ড ভেঙে ফেলল। স্প্যানিশ লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে মাঠে নামার রেকর্ড গড়ল সে। রিয়াল মায়োর্কার হয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে মাঠে নামল রোমেরো।
মেক্সিকোতে জন্ম নিলেও আর্জেন্টিনা দলের হয়ে খেলে রোমেরো। অনেকটা মেসির মতোই প্লেয়িং স্টাইল। স্কিল, টেকনিক ভাল। তাই মেসির সঙ্গে তার তুলনা করা হয়। বয়স ১৫ বছর ২১৯ দিন। সেল্টা ভিগোর প্রাক্তন ডিফেন্ডার স্যানসন এর আগে ছিলেন লা লিগার সর্বকনিষ্ঠ ফুটবলার। ১৯৩৯ সালে মাত্র ১৫ বছর ২৫৫ দিন বয়সের মাথায় স্প্যানিশ লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন স্যানসন। সেই হিসাবে স্যানসনের থেকে ৩৬ দিন কমবয়সী হিসাবে স্প্যানিশ লিগে খেলতে নেমে রেকর্ড করল রোমেরো।
আরও পড়ুন- আজ চেলসির বিরুদ্ধে সিটি পয়েন্ট নষ্ট করলেই EPL চ্যাম্পিয়ন লিভারপুল!
বুধবার রাতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের ৮৩ মিনিটে বদলি হিসেবে নেমেছিল রোমেরো। সে মাঠে নামার আগেই অবশ্য ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তাই অভিষেক ম্যাচ খুব একটা মনে রাখার মতো হলো না তার। এর আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব ১৫ দলের হয়ে খেলেছিল রোমেরো। গতবছর অনূর্ধ্ব ১৭ দলেও ডাক পেয়েছিল মেক্সিকান মেসি।