লা লিগার সেরা হলেন মেসি, অপেক্ষা ব্যালন ডি অরের

মাঠের মতই মাঠের বাইরেও মেসি ম্যাজিক। ব্যালন ডি অরের লড়াই চূড়ান্ত তালিকায় জায়গা করে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লা লিগার সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন আর্জেন্টিনীয় সুপারস্টার।

Updated By: Dec 1, 2015, 06:17 PM IST
লা লিগার সেরা হলেন মেসি, অপেক্ষা ব্যালন ডি অরের

ব্যুরো :মাঠের মতই মাঠের বাইরেও মেসি ম্যাজিক। ব্যালন ডি অরের লড়াই চূড়ান্ত তালিকায় জায়গা করে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লা লিগার সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন আর্জেন্টিনীয় সুপারস্টার।

গত মরসুমে বার্সেলোনার ত্রিমুকুট জয়ের পেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির। তেতাল্লিশটা গোল করেছিলেন ম্যাজিশিয়ান। তাই রোনাল্ডোকে পেছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নিলেন লিও মেসি। সেরা স্ট্রাইকারেরও পুরস্কার জিতেছেন বিশ্বসেরা এই ফুটবলার। মেসির মতই পুরস্কার মঞ্চে জয়জয়কার ছিল বার্সেলোনার। সতীর্থ লুই সুয়ারেজ আর রিয়ালের হামেশ রডরিগেজকে পেছনে ফেলে লা লিগায় সেরা লাতিন আমেরিকান ফুটবলারের পুরস্কার জেতেন নেইমার। সেরা গোলকিপার নির্বাচিত হন বার্সার ক্লদিও ব্র্যাভো। ত্রিমুকুট জেতার জন্য সেরা কোচ হন বার্সেলোনার লুই এনরিকে। গত মরসুমে আটচল্লিশ গোল করেও দলকে একটাও খেতাব এনে দিতে পারেননি রোনাল্ডো। দর্শকদের বিচারে সেরার পুরস্কার জিতেছেন পর্তুগিজ সুপারস্টার।  লা লিগায় সেরা ফুটবলারের দৌড়ে মেসির কাছে হারতে হলেও ব্যালন ডি অরে মেসির শক্ত প্রতিপক্ষ রোনাল্ডো।

.