গোল করাটা অভ্যাস হয়ে গেছে মেসির
হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল বার্সিলোনা। মেসি এদিন আবার জোড়া গোল করে বার্সিলোনার জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। লা লিগায় রিয়াল জারাগোজাকে ৩-১ গোলে হারাল বার্সা। জয়ের নায়ক সেই মেসি। আসলে আর্জেন্টিনা হোক বা বার্সিলোনা গোল করাটা এখন অভ্যাসে পরিণত করে ফেলেছেন আরজেন্টিনার তারকা এই ফুটবলার।
হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল বার্সিলোনা। মেসি এদিন আবার জোড়া গোল করে বার্সিলোনার জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। লা লিগায় রিয়াল জারাগোজাকে ৩-১ গোলে হারাল বার্সা। জয়ের নায়ক সেই মেসি। আসলে আর্জেন্টিনা হোক বা বার্সিলোনা গোল করাটা এখন অভ্যাসে পরিণত করে ফেলেছেন আরজেন্টিনার তারকা এই ফুটবলার। বার্সিলোনার হয়ে অপর গোল করেন সং। দু` মাস পর চোট কাটিয়ে আবার মাঠে ফিরলেন বার্সিলোনার দুই সেন্টার হাফ জেরার্ড পিকে ও পুয়ল। জারাগোজার হয়ে একমাত্র গোলটি করেন মন্টেন্স।
অন্যদিকে লা লিগায় বড় ব্যবধানে জয় পেল রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওকে ৫-১ গোলে উড়িয়ে দিল হোসে মোরিনহোর দল।প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল গতবারের চ্যাম্পিয়নরা। তারপর আর থামানো যায়নি স্পেনের চ্যাম্পিয়ন দলটিকে। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই জনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল। বিরতির আগেই সার্গিও র্যামোস আর বেনজামার গোলে ৩-০ এগিয়ে যায় মোরিনহোর দল। বিরতির পর গোমেজের গোলে অ্যাথলেটিক ব্যবধান কমালেও,রিয়ালের হয়ে আরও দুটো গোল করেন মেসুট ওজিল আর সামি খেদিরা।