মেসির শেষ মুহূর্তের গোলে লা লিগার ম্যাচে জয় পেল বার্সেলোনা

লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলে স্প্যানিশ লা লিগার ম্যাচে জয় পেল বার্সেলোনা। লেগানেসকে দুই-এক গোলে হারিয়ে স্বস্তির জয় পেল লুই এনরিকের দল। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে শূন্য-চার গোলে হেরে রবিবার রাতে মাঠে নেমেছিল ক্যাটালিয়ান্স ক্লাব। চাপ কাটাতে এই ম্যাচে জয় প্রয়োজন ছিল বার্সার। ন্যু ক্যাম্পে শুরুতেই মেসির গোলে এগিয়ে যায় এনরিকে ব্রিগেড। তবে একাত্তর মিনিটে থাক্কা খায় বার্সেলোনা। উনাই লোপেজের গোলে সমতা ফেরায় লেগানেস।

Updated By: Feb 20, 2017, 11:18 PM IST
মেসির শেষ মুহূর্তের গোলে লা লিগার ম্যাচে জয় পেল বার্সেলোনা

ওয়েব ডেস্ক: লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলে স্প্যানিশ লা লিগার ম্যাচে জয় পেল বার্সেলোনা। লেগানেসকে দুই-এক গোলে হারিয়ে স্বস্তির জয় পেল লুই এনরিকের দল। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে শূন্য-চার গোলে হেরে রবিবার রাতে মাঠে নেমেছিল ক্যাটালিয়ান্স ক্লাব। চাপ কাটাতে এই ম্যাচে জয় প্রয়োজন ছিল বার্সার। ন্যু ক্যাম্পে শুরুতেই মেসির গোলে এগিয়ে যায় এনরিকে ব্রিগেড। তবে একাত্তর মিনিটে থাক্কা খায় বার্সেলোনা। উনাই লোপেজের গোলে সমতা ফেরায় লেগানেস।

আরও পড়ুন একটি কোম্পানির সঙ্গে এত টাকার চুক্তি বিরাটের আগে কোনও ভারতীয় করেননি!

দ্বিতীয়ার্ধে একটা সময় প্রতিপক্ষের রক্ষণ ভাঙতেই পারেননি নেইমাররা। নব্বই মিনিট পর্যন্ত ম্যাচের ফল যখন এক-এক  সবাই ধরেই নিয়েছিল পয়েন্ট নষ্ট করতে চলেছে বার্সেলোনা। ঠিক সেই সময় নেইমারকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি থেকে গোল করে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন এলএম টেন।

আরও পড়ুন  আইপিএলের নিলামে দুধের সাধ ঘোলে মেটাতে হল কলকাতা নাইটরাইডার্সকে

.