বিরাট কোহলির নামে রাস্তা! প্রোমোটার বলছে, আশেপাশের সব ফ্ল্যাট বিক্রি হয়ে যাবে
ওই অঞ্চলের এক প্রোমোটার জানিয়েছেন, ক্রিকেটারদের নামে রাস্তার নাম করার পর ওই অঞ্চলের ব্যাপারে প্রচুর লোক খোঁজ খবর নিচ্ছেন।
নিজস্ব প্রতিনিধি- বিরাট কোহলি মোড়ের পাশেই ধরুন আপনার বাড়ি। বা ধরুন আপনার বাড়ি থেকে কয়েক পা গেলেই সচিন তেন্ডুলকর লেন। আপনি যদি ক্রিকেটভক্ত হন এমন ঠিকানায় থাকতে চাইবেন না? কোনও আত্মীয় বা বন্ধুকে নিজের বাড়ির ঠিকানা বলতেও তখন গর্ববোধ হবে। বা হয়তো কোনও জায়গায় লিখছেন নিজের বাড়ির ঠিকানা। তখন লিখলেন, বিরাট কোহলি স্ট্রিট। অথবা ইমরান খান লেন। কিংবা গ্যারি সোবার্স মোড়। ভাবুন তো একবার ব্যাপারটা কেমন দাঁড়াবে! না একেবারেই বানিয়ে কিছু বলা হচ্ছে না। যেটুকু বলা হচ্ছে একেবারেই সত্যি।
অস্ট্রেলিয়ার একটি অঞ্চলে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, ইমরান খান, শোয়েব আখতার, জাভেদ মিয়াঁদাদের নামে রাস্তার নাম রাখা হয়েছে। মেলবোর্নের মেলটন সিটি কাউন্সিলের অনেক রাস্তার নাম রাখা হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের নামে। ওই অঞ্চলের এক প্রোমোটার জানিয়েছেন, ক্রিকেটারদের নামে রাস্তার নাম করার পর ওই অঞ্চলের ব্যাপারে প্রচুর লোক খোঁজ খবর নিচ্ছেন। ওই অঞ্চলে অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটের বিক্রিও বেড়েছে দ্বিগুণ। প্রপার্টি ডেভেলপার বরুন শর্মা জানিয়েছেন ডিসেম্বরে কোহলি মেলবোর্নে এলে তাঁর নামাঙ্কিত রাস্তাটি দেখতে আসতে পারেন। গত কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলের অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট এর ব্যাপারে প্রচুর লোক খোঁজ খবর নিচ্ছেন।
আরও পড়ুন- গেটের তালা ভাঙা! এক সপ্তাহের মধ্যে তিনবার ডেল স্টেইনের বাড়িতে হুলস্থুল কাণ্ড
প্রোমোটারদের আশা, ক্রিকেটারদের নামে ওই অঞ্চলের রাস্তাঘাট করে দেওয়ায় বহু ক্রিকেটপ্রেমী মানুষের এই এলাকায় থাকার ইচ্ছা বাড়বে। ফলে ওই অঞ্চলে প্রপার্টি সেল বেড়ে গিয়েছে কয়েকগুণ। মেল্টনের মেয়র বলেছেন, ''যারা ক্রিকেট ভালবাসেন তারাই এই অঞ্চলে থাকতে আসতে চাইছেন। এমন একটা পরিকল্পনায় ইতিবাচক সাড়া মিলেছে। আমাদের কাছে এটা দারুন ব্যাপার।'' প্রসঙ্গত ওই অঞ্চলে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের ছাড়া অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের প্রচুর ক্রিকেটারের নামেও রাস্তা রয়েছে।