সব টাকা বিলিয়ে দিলেন এমবাপে
ফ্রান্সের হয়ে খেলার জন্য প্রতি ম্যাচে তিনি ২০ হাজার ইউরো পারিশ্রমিক পান।
নিজস্ব প্রতিনিধি : ''দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে টাকা-পয়সা লাগে না। এটাই আমার বিশ্বাস।'' কিলিয়ান এমবাপে কথাগুলো বলছিলেন ভারি গলায়। তার পর এক কথায় জানিয়ে দিলেন, বিশ্বকাপ থেকে উপার্জিত সব অর্থ তিনি দান করে দেবেন।
আরও পড়ুন- উসেইন বোল্টকে হারিয়ে দিলেন এমবাপে
ফ্রান্সের হয়ে খেলার জন্য প্রতি ম্যাচে তিনি ২০ হাজার ইউরো পারিশ্রমিক পান। ভারতীয় মুদ্রায় ১৬ লক্ষ টাকা। বিশ্বকাপ শেষে প্রতি ম্যাচ থেকে উপার্জিত মোট টাকা তিনি অনুদান করবেন বলে জানিয়েছেন। ফ্রান্সের ১৯ বছর বয়সী তারকার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ব ফুটবল। ইতিমধ্যে এমন সিদ্ধান্তের জন্য তাঁকে জীবন্ত কিংবদন্তি বলেও ডাকতে শুরু করেছেন কেউ কেউ।
আরও পড়ুন- স্পেনকে আটকাতে মরিয়া রাশিয়া
আর্জেন্টিনার বিরুদ্ধে দুটি গোল করেছেন কিলিয়ান এমবাপে। ম্যাচের শুরুর দিকে ফ্রান্সকে একটি পেনাল্টি আদায় করেও দিয়েছিলেন তিনি। মাঠে দারুন পারফরম্যান্সের পর মাঠের বাইরেও দারুন মানসিকতার পরিচয় দিলেন ফ্রান্সের এই তারকা।