''এশিয়া কাপ তো আমরা জিতে ফেলেছি'', একি বলে গেলেন মাশরাফি!

এমনতি কখনও সাংবাদিক সম্মেলনে এসে আকাশ-কুসুম কথাবার্তা বলেন না।

Updated By: Sep 28, 2018, 02:34 PM IST
''এশিয়া কাপ তো আমরা জিতে ফেলেছি'', একি বলে গেলেন মাশরাফি!

নিজস্ব প্রতিনিধি : এক কথায় স্বীকার করে নিয়েছেন, ভারত তাদের থেকে শক্তিশালী দল। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা বাস্তবের মাটিতে পা রাখা মানুষ। এমনতি কখনও সাংবাদিক সম্মেলনে এসে আকাশ-কুসুম কথাবার্তা বলেন না। বাংলাদেশ অধিনায়ককে যাঁরা কাছ থেকে দেখেন তাঁরা বলেন, তিনি একেবারে মাটিতে পা রেখে চলা একজন। সেই মাশরাফি কিন্তু এশিয়া কাপ ফাইনালে নামার আগে সোজা-সাপটাভাবে বলে গেলেন, ''আমার এশিয়া কাপ জেতা হয়ে গিয়েছে।''

আরও পড়ুন-  ভারত-বাংলাদেশ গোলা-গুলি শুরু! বাঘ শিকারের হুঙ্কার ছেড়ে রাখলেন গব্বর

সাদা চোখে দেখলে তাঁর কথাগুলো আজব বলে মনে হতে পারে। কিন্তু কেন তিনি এমন কথা বললেন, তাঁর ব্যাখ্যা শুনতে হবে। মাশরাফি ভারতের বিরুদ্ধে নামার আগে বলে গেলেন, ''শ্রীলঙ্কার বিরুদ্ধে তামিম ইকবাল যখন ভাঙা আঙুল নিয়ে মাঠে ফিরল, আমার এশিয়া কাপ তখনই জেতা হয়ে গিয়েছে। ভাঙা আঙুল নিয়ে ও ব্যাট করল। মুশফিকুরের সঙ্গে পার্টনারশিপ দিল। তামিম এরকম চোট নিয়ে ব্যাট করল। টুর্নামেন্ট থেকে এটাই আমার সব থেকে বড় পাওনার মুহূর্ত।''

আরও পড়ুন-  ‘ভারতের থেকে শেখা উচিত’, পাক দলকে পরামর্শ শোয়েব মালিকের

এর আগে এশিয়া কাপে ভারতের কাছে হারতে হয়েছে। নিদাহাস ট্রফিতেও ভারতের বিরুদ্ধে হারের সম্মুখীন হতে হয়েছে। এবার কী তবে রোহিত শর্মার দলের বিরুদ্ধে নামার আগে বিশেষ কোনও স্ট্র্যাটেজি নিয়ে নামছে! মাশরাফি বললেন, ''টুর্নামেন্টের শুরুর থেকে আমাদের বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। একের পর এক ক্রিকেটারের চোট। মুশফিকুরেরও চোট ছিল। তাই নিয়েই ও খেলার জন্য প্রস্তুতি নিয়েছে। আসলে এই লড়াই করার মানসিকতাটাই আসল। প্রতিটা ম্যাচ, প্রতিটা টুর্নামেন্টের জন্যই আলাদা পরিকল্পনা থাকে। কিন্তু লড়াইয়ের মানসিকতা সব সময় একইরকম থাকে আমাদের।''

.