Martina Navratilova: ক্যানসারকে স্ট্রেট সেটে হারিয়ে ফের স্বমহিমায় কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা

১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস চ্যাম্পিয়ন নিউ ইয়র্কে জানুয়ারির শেষের দিকে চিকিৎসা শুরু করতে চলেছেন বলে জানা গিয়েছিল। যদিও সেই সময় জোর দিয়ে দাবি করেছিলেন যে, নিজের সব শক্তি দিয়ে এই রোগের সঙ্গে লড়াই করবেন। আর সেটাই করে দেখালেন। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 21, 2023, 05:16 PM IST
Martina Navratilova: ক্যানসারকে স্ট্রেট সেটে হারিয়ে ফের স্বমহিমায় কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা
একগাল হাসি নিয়ে ক্যানসারকে হারালেন মার্টিনা নাভ্রাতিলোভা। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভালো আছেন মার্টিনা নাভ্রাতিলোভা (Martina Navratilova) । কিংবদন্তি টেনিস (Tenni) তারকা নিজেই জানিয়েছেন, এখন তিনি সম্পূর্ণ ক্যানসারমুক্ত (Throat and Breast Cancer)। চিকিৎসকরা যাবতীয় পরীক্ষা করে তাঁকে আশ্বস্ত করেছেন। তাতে দারুণ খুশি মার্টিনা টুইট করেছেন, 'সমস্ত ডাক্তার, নার্স, প্রোটন ও রেডিয়েশন জাদুকরদের ধন্যবাদ। কী যে স্বস্তি বোধ করছি বলে বোঝাতে পারব না।' 

শুধু সিঙ্গলসেই ১৮টি গ্র্যান্ড স্ল্যামজয়ী মহাতারকার বয়স ৬৬। জানুয়ারিতে নিজেই জানিয়েছিলেন, তাঁর গলায় ক্যানসার ধরা পড়েছে। একটু দেরি না করেই সেই মাসেই চিকিৎসা শুরু করে দেন। শুধু তাই নয় ২০১০ সালে তাঁর স্তন ক্যানসার ধরা পড়ে। সে সময়ও অস্ত্রোপচার হয়েছিল (লামপেকটমি)।

আরও পড়ুন: Exclusive, Dutee Chand On Suchetana Bhattacharjee: 'সুচেতন'! বুদ্ধ কন্যার পাশে দাঁড়িয়ে সমপ্রেম বিবাহের স্বীকৃতির দাবি তুললেন দ্যুতি চাঁদ

আরও পড়ুন: Usman Khawaja, The Ashes 2023: পূজারা, রবি শাস্ত্রীর কোন রেকর্ড তালিকায় নাম লেখালেন অজি ওপেনার?

১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস চ্যাম্পিয়ন নিউ ইয়র্কে জানুয়ারির শেষের দিকে চিকিৎসা শুরু করতে চলেছেন বলে জানা গিয়েছিল। যদিও সেই সময় জোর দিয়ে দাবি করেছিলেন যে, নিজের সব শক্তি দিয়ে এই রোগের সঙ্গে লড়াই করবেন। আর সেটাই করে দেখালেন। 

মার্টিনা নাভ্রাতিলোভা ২০১০ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন। এর পরে তিনি অস্ত্রোপচার এবং রেডিয়েশন থেরাপির মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন। যদিও এরপর তাঁর শরীরে ফের একবার মারণ রোগ থাবা বসিয়েছিল। তবে এবারও ক্যানসারকে স্ট্রেট সেটে হারালেন মার্টিনা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.