গোল করে ইনস্টাগ্রামে 'লাইভ' সেলিব্রেশন বালোতেল্লির, দেখুন ভিডিয়ো
গোল করেই সোজা মাঠের বাইরে বেরিয়ে গিয়ে ফটোগ্রাফারদের কাছে চলে যান তিনি।
Updated By: Mar 4, 2019, 06:55 PM IST
নিজস্ব প্রতিবেদন : হেয়ার স্টাইল থেকে হোক কিংবা গোল করে সেলিব্রেশন হোক - ইতালিয় স্ট্রাইকার মারিও বালোতেল্লি মানেই জারা হাটকে। এবার ফরাসি লিগ ওয়ানে গোল করে তাক লাগিয়ে দিলেন তিনি।
লিগ ওয়ানে মার্সেইয়ের হয়ে গোল করেই সবাইকে অবাক করে দিলেন বালোতেল্লি। গোল করেই সোজা মাঠের বাইরে বেরিয়ে গিয়ে ফটোগ্রাফারদের কাছে চলে যান তিনি। এরপর একজনের থেকে মোবাইল নিয়ে সতীর্থদের সঙ্গে সেলফি মোডে সেলিব্রেশনের ভিডিও তুলে মাঠ থেকেই ইনস্টাগ্রামে পোস্ট করেন তারকা স্ট্রাইকার।
টুইটারেও সেই ভিডিও পোস্টও করেছেন তিনি।
#allezlom pic.twitter.com/xtoIVHB3Es
— Mario Balotelli (@FinallyMario) March 3, 2019
আরও পড়ুন - আই লিগ জয়ের স্বপ্ন জিইয়ে রেখে ঘরে ফিরল ইস্টবেঙ্গল !
Tags: