এবারের বিশ্বকাপে ব্রাজিল পারবে না, নেইমারদের খোঁচা মেরে বললেন মারাদোনা

এবারের বিশ্বকাপে ব্রাজিল পারবে না, ফাইনাল খেলবে মেসি-রোনাল্ডো। বললেন মারাদোনা

Updated By: Jun 11, 2014, 06:04 PM IST

এবারের বিশ্বকাপে একা নেইমারের পক্ষে ব্রাজিলকে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। বরং এলএম টেন ও সিআর সেভেনের উপস্থিতির জন্যই ব্রাজিলে ভাল জায়গায় থাকবে আর্জেন্টিনা ও পর্তুগাল। মনে করেন দিয়েগো মারাদোনা। ফুটবলের রাজপুত্রের মতে এই বিশ্বকাপ অনেক নতুন তারকার জন্ম দেবে।

ব্রাজিলে মারাদোনার নজর তাই অস্কার, ইডেন হ্যাজার্ডের দিকে। বিশ্বকাপে এই দুই তরুণ ফুটবলারের তারকা হওয়ার ক্ষমতা রয়েছে। জানালেন আর্জেন্টিনার এই কিংবদন্তি। বিশ্বকাপে মারাদোনার নজরে থাকবেন নেইমার, রবেন, করিম বেনজিমা, আন্দ্রে পিরলোরাও।

এদিকে, ফিফাকে ফের আরো কড়া ভাষায় বিদ্রুপ করলেন মারাদোনা। আর্জেন্টিনার এই কিংবদন্তি খেলোয়াড়ের মতে, ফুটবলের সর্বোচ্চ প্রতিষ্ঠানটি ব্রাজিল বিশ্বকাপ থেকে যে বিশাল অঙ্কের আয় করবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফিফাকে ফুটবলের ‘অপশক্তি’ হিসাবে তিরস্কার করে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মারাদোনা বলেন, `বিশ্বকাপ থেকে যদি তারা ৩০০ কোটি ইউরো আয় করে আর চ্যাম্পিয়ন দল যদি ২ কোটি ৬০ লাখ ইউরো পায়, তাহলে (এই দুই অঙ্কের মাঝে) পার্থক্যটা বিশ্বাস করাই কঠিন।`

.