সচিন-সৌরভ থেকে বিরাট; ফুটবল ঈশ্বরের স্মৃতিচারণায় ভারতীয় ক্রিকেটমহল

যতদিন ফুটবল থাকবে, ততদিন ফুটবল বিশ্বের কোনায় কোনায় থাকবে মারাদোনার বাঁ পায়ের সম্মোহন আর তার অনুরণন।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 26, 2020, 03:19 PM IST
সচিন-সৌরভ থেকে বিরাট; ফুটবল ঈশ্বরের স্মৃতিচারণায় ভারতীয় ক্রিকেটমহল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:   ফুটবলের রাজপুত্র, অনেকে বলেন ফুটবলের ঈশ্বর। হঠাৎ হার্ট অ্যাটাক! আর তারপরই ঠিকানাহীন দেশে হারিয়ে গেলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা। মাত্র ৬০ বছর বয়সেই ফুটবল বিশ্বে নক্ষত্র পতন। যতদিন ফুটবল থাকবে, ততদিন ফুটবল বিশ্বের কোনায় কোনায় থাকবে মারাদোনার বাঁ পায়ের সম্মোহন আর তার অনুরণন। ছিয়াশির বিশ্বকাপ জয়ের মহানায়কের আকস্মিক প্রয়াণ ছুঁয়ে গেছে এদেশের ক্রিকেটমহলকে।

 

 

 

ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকার কিংবা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ফুটবল গ্রেটকে জানালেন শেষ শ্রদ্ধা।

 

 

 

 

হরভজন থেকে ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেওয়াগরা মারাদোনার উদ্দেশ্যে শোক বার্তা জানালেন।

আরও পড়ুন - ফুটবল ঈশ্বরের স্মৃতিচারণায় বাংলার ফুটবলমহল

.