Manuel Neuer | #OneLove| LGBTQ+: সমপ্রেমীদের সঙ্গেই নয়্যার, রামধনু সাজ থাকবে জার্মান অধিনায়কেরও
#OneLove: 'ওয়ান লাভ' আর্মব্যান্ড পরেই বিশ্বকাপে খেলবে জার্মানি। দলের অধিনায়ক ম্যানুয়েল নয়্যার জানিয়ে দিলেন তাঁর দেশ ভীত নয়। সমপ্রেমীদের সঙ্গেই থাকবে জার্মানি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জার্মানির অধিনায়ক ম্যানুয়েল নয়্যার (Manuel Neuer) জানিয়ে দিলেন যে, ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2022) তাঁর পরনেও থাকবে 'ওয়ান লাভ' (#OneLove) আর্ম ব্যান্ড। কাতারে সমপ্রেম নিষিদ্ধ। আর বিশ্বকাপে এর প্রতিবাদ করছে বিশ্বের একাধিক দেশ। ইংল্যান্ড ও ওয়েলস জানিয়ে দিয়েছে যে, ম্যাচের দিন রামধনু আর্মব্যান্ড পরবেন হ্যারি কেন ( Harry Kane) ও গ্যারেথ বেলরা (Gareth Bale)। এলজিবিটিকিউপ্লাস ( LGBTQ+) সম্প্রদায়ের সমর্থনে এবার নয়্যার অ্যান্ড কোংও। সর্বকালের অন্যতম সেরা গোলকিপার জানিয়ে দিলেন যে, মানবাধিকার নিয়ে তাঁর দেশের অবস্থান স্পষ্ট। এই বিষয়ে ফিফা-র সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েও ভাবিত নন নয়্য়ার। শনিবার অর্থাৎ আজ জার্মানি দলের ট্রেনিংয়ের শেষ নয়্যার কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। নয়্যার সাফ বলে দিলেন যে, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির প্রচারই করবেন নয়্যাররা।
আরও পড়ুন: FIFA World Cup 2022 | Gianni Infantino:'তিন ঘণ্টা বিয়ার ছাড়া আপনি অনায়াসে বাঁচতে পারবেন'!