টুইট করে তৃণমূলে যোগদান নিশ্চিত করলেন Manoj Tiwary

বুধবার সকালেই বাংলার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার নিজেই টুইট করে তৃণমূলে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেন।

Updated By: Feb 24, 2021, 12:58 PM IST
টুইট করে তৃণমূলে যোগদান নিশ্চিত করলেন Manoj Tiwary

নিজস্ব প্রতিবেদন - টুইট করে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি। মঙ্গলবার থেকেই তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে রীতিমতো জল্পনা ছড়ায়। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জল্পনা নিয়ে চলে জোর জল্পনা। সাহাগঞ্জে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সভায় বুধবারই তাঁর দলে যোগদান করার কথা।

বুধবার সকালেই বাংলার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার নিজেই টুইট করে তৃণমূলে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেন। তিনি লেখেন, “আজ থেকে এক নতুন যাত্রার শুরু। সবার ভালোবাসা ও সমর্থনের প্রত্যাশা রাখছি। এই মুহুর্ত থেকে এটিই আমার ইনস্টাগ্রামের রাজনৈতিক প্রোফাইল।” এরপরেই তিনি একটি ইনস্টাগ্রাম লিঙ্ক শেয়ার করেন।

কিছুদিন আগেই মনোজ বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলেছেন। চলতি বিজয় হাজারে ট্রফিতেও তাঁর অংশগ্রহণ করার কথা ছিল তাঁর। কিন্তু শেষমুহুর্তে চোটের কারণে নিজেকে সরিয়ে নেনে তিনি। আপাতত তাঁর ক্রিকেটজীবন কি হবে তা সময়ই বলবে। মনোজ এখনও নিশ্চিত করে কিছু জানাননি। তবে মাঠে বহু ম্যাচে বাংলাকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক মাঠের বাইরেও বাংলার মানুষের জন্য কাজ করতে মুখিযে আছেন বলেই তাঁর ঘনিষ্ট সূত্রের খবর।

.