একসঙ্গে সেঞ্চুরির মুখে বাংলার দুই ক্রিকেটার মনোজ এবং দিন্দা

ওয়েব ডেস্ক: একসঙ্গে সেঞ্চুরির মুখে বাংলার দুই ক্রিকেটার মনোজ তেওয়ারি এবং অশোক দিন্দা। তবে, কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে এই সেঞ্চুরির ইনিংস নয় কিন্তু। বলতে পারেন, এই সেঞ্চুরি ক্রিকেট কেরিয়ারের। আসলে, রায়পুরে শনিবার নজির গড়তে চলেছেন বাংলার অধিনায়ক মনোজ তেওয়ারি ও অশোক দিন্দা। মনোজ তেওয়ারি ও অশোক দিন্দা প্রথম শ্রেণীর ক্রিকেটে শততম ম্যাচটি খেলতে নামবেন রঞ্জি ট্রফিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে।

আরও পড়ুন শুক্রবার, হায়দরাবাদে টি২০ সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত

সেইজন্য, দুজনকেই রায়পুরে গিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। যুগ্মসচিব অভিষেক ডালমিয়া রায়পুরে দুই ক্রিকেটারের হাতে ম্যাচ শুরুর আগে তুলে দেবেন রুপোর রেকাবি।

আরও পড়ুন  যুব বিশ্বকাপে টিকিট নিয়ে হাহাকার তবু, গ্যালারি ভরছে না কেন?

English Title: 
manoj tiwari and ashok dinda will play 100th first class match on saturday
News Source: 
Home Title: 

একসঙ্গে সেঞ্চুরির মুখে বাংলার দুই ক্রিকেটার মনোজ এবং দিন্দা

একসঙ্গে সেঞ্চুরির মুখে বাংলার দুই ক্রিকেটার মনোজ এবং দিন্দা
Yes
Is Blog?: 
No
Section: