IPL 2022: আইপিএলে দল কিনতে ইচ্ছুক Manchester United
আগামী বছর থেকে ৮ দলের বদলে হবে ১০ দলের আইপিএল।
নিজস্ব প্রতিবেদন: এবার কি আইপিএলেও (IPL 2022) ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) ছোঁওয়া! এমনটাই জোর সম্ভাবনা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পল পোগবাদের ক্লাবের মালিক গ্লেজার পরিবার (Glazer family) নাকি আইপিএলে দল কিনতে ইচ্ছা প্রকাশ করেছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে এবার নিজেদের নাম লেখাতে চায় তারা। এমনটাই রিপোর্ট দ্য টাইমস অফ ইন্ডিয়ার।
আগেই জানা গিয়েছিল যে, আগামী বছর থেকে ৮ দলের বদলে হবে ১০ দলের আইপিএল। আগামী ২৫ অক্টোবর এক জোড়া ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করবে বিসিসিআই। অর্থাৎ টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরের দিনই জানা যাবে আইপিএলের নতুন দুই দল হতে চলেছে কারা। নিয়ম অনুযায়ী বিদেশি কোনও কোম্পানির সফল ভাবে দর দিতে পারলে তাহলে তাদের ভারতে কোম্পানি তৈরি করতে হবে। এখনও জানা যায়নি যে, মার্কিনি সংস্থা গ্লেজার্স আনুষ্ঠানিক ভাবে ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য় দরপত্র জমা দিয়েছে কিনা!
আরও পড়ুন: WT20, India vs Pakistan: রবির মহারণের আগে কড়া বার্তা দিলেন Virat Kohli
গ্লেজার পরিবারের ফ্র্য়াঞ্চাইজি নেওয়ার প্রসঙ্গে সেই রিপোর্টে উদ্ধৃত করে বলা হয়েছে, "অনেকেই দরপত্রের কাগজ তোলে বৃহত্তর শিল্পের প্রেক্ষিতে তথ্য সংগ্রহের জন্য। দরপত্র কিনলে এটাও বোঝা যায় যে, লিগের সম্প্রসারণের ত্রেত্রে বিসিসিআই-এর পরবর্তী পরিকল্পনা ঠিক কী! ধরা যায় ডিজনি দরপত্র জমা দিয়েছে, তার মানে একেবারেই এই নয় যে, তারা ফ্র্যাঞ্চাইজি নিতেই ইচ্ছুক। হতে পারে তারা মিডিয়া স্বত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহী।
জানা গিয়েছে নতুন দল নামাতে ইচ্ছাপ্রকাশ করেছে আদানি গোষ্ঠী (Adani Group), কলকাতার উদ্যোগপতি সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) কোম্পানি আরপিএসজি গোষ্ঠী (RPSG Group), হায়দরাবাদের অরবিন্দ ফার্মা লিমিটেড (Aurobindo Pharma Ltd) এবং গুজরাটের টরেন্ট গোষ্ঠী (Torrent Group), হিন্দুস্তান টাইমস মিডিয়া (Hindustan Times Media) ও জিন্দাল স্টিল (Jindal Steel)