বিপক্ষের আত্মঘাতী গোলে ম্যাচ জয় ম্যান ইউ'র

Updated By: Nov 1, 2017, 09:01 PM IST
বিপক্ষের আত্মঘাতী গোলে ম্যাচ জয় ম্যান ইউ'র

ব্যুরো: চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকাকে দুই-শূন্য গোলে হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই জয়ের ফলে নকআউটে ওঠার পথে আরও একধাপ এগোল রেড ডেভিলসরা।

আরও পড়ুন- দিল্লির রাত বিরাটদের নাম, রেস্তোরাঁয় চলল নাইট পার্টি

চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে ওঠার পথে আরও একধাপ এগোল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে দুই-শূন্য গোলে হারিয়ে দিল হোসে মোরিনহোর দল। বিরতির ঠিক আগে বেনফিকার গোলকিপার ভিলারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। তার আগে অবশ্য ইপিএলের দলটিকে এগিয়ে দেওয়ার সহজ নষ্ট করেন অ্যান্টনিও মার্শিয়াল। আটাত্তর মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যান ইউয়ের জয় নিশ্চিত করেন ডেলে ব্লাইন্ড। পরের দুটো ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে চলে যাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন- 'অল দ্য বেস্ট আশিস ভাই', বিদায়ী ম্যাচের আগে নেহরাকে শুভেচ্ছা সতীর্থদের

 

.