Benjamin Mendy: ধর্ষণে অভিযুক্ত বিশ্বকাপ জয়ী মেন্ডিকে নির্বাসিত করল Manchester City

চার দফা ধর্ষণ ও এক দফা যৌন হেনস্থার অভিযোগ উঠেছে মেন্ডির বিরুদ্ধে।

Updated By: Aug 27, 2021, 02:48 PM IST
Benjamin Mendy: ধর্ষণে অভিযুক্ত বিশ্বকাপ জয়ী মেন্ডিকে নির্বাসিত করল Manchester City

নিজস্ব প্রতিবেদন: ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন বেঞ্জামিন মেন্ডি (Benjamin Mendy)। এবার ধর্ষণ ও যৌন নিপীড়নে অভিযুক্ত হয়ে মুখ পোড়ালেন ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) এই লেফট ব্যাক।

২০১৭ সালে মোনাকো থেকে ম্যান সিটি-তে আসা ফরাসি ফুটবলারকে এবার নির্বাসিত করল ইংল্যান্ডের প্রিমিয়র লিগ খেলা ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবটি। বৃহস্পতিবার ম্যান সিটি বিবৃতি দিয়ে সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। পাশাপাশি তারা লিখে দিয়েছে যে, বিষয়টি আইনী প্রক্রিয়ার অন্তর্গত বলে এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চায় না সিটি।

আরও পড়ুন: Chris Cairns: জীবন বাঁচাতে হৃদয়ে অস্ত্রোপচার, তারপরেই কিউয়ি কিংবদন্তির প্যারালাইসিস!

চার দফা ধর্ষণ ও এক দফা যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে ২০১৮ মেন্ডিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস। সিটির জার্সিতে ৭৫ ম্যাচ খেলা মেন্ডি ক্লাবের হয়ে তিনটি প্রিমিয়র লিগ জিতেছেন। যদিও চোট আঘাতেই বারবার জর্জরিত হয়েছেন মেন্ডি। ক্লাবের সঙ্গে ২৭ বছরের ফুটবলারের ৬ বছরের চুক্তি রয়েছে। এখনও ২ বছর বাকি আছে তাঁর চুক্তি শেষ হতে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.