অবসর ঘোষণা করে সচিনের পাশে মহেশ
অবসর নিচ্ছেন ভারতীয় টেনিস তারকা মহেশ ভূপতি। ২০১৩ সালের পরই টেনিসকে বিদায় জানাতে চলেছেন চ্যাম্পিয়ন এই টেনিস তারকা। নিজের কেরিয়ারে ইতিমধ্যেই ১২টি গ্র্যান্ডস্লাম জেতা হয়ে গেছে তাঁর। বর্ণময় টেনিস কেরিয়ারকে বিদায় জানাতে চলেছেন ভারতীয় টেনিস তারকা মহেশ ভূপতি। কলকাতায় এসে মহেশ জানান, ২০১৩ সালের পর তিনি অবসর নেবেন। তবে টেনিসকে বিদায় জানানোর আগে আরও একটা গ্র্যান্ডস্লাম জেতার ইচ্ছে রয়েছে ১২টি গ্র্যান্ডস্লামের মালিক ভূপতির।
অবসর নিচ্ছেন ভারতীয় টেনিস তারকা মহেশ ভূপতি। ২০১৩ সালের পরই টেনিসকে বিদায় জানাতে চলেছেন চ্যাম্পিয়ন এই টেনিস তারকা। নিজের কেরিয়ারে ইতিমধ্যেই ১২টি গ্র্যান্ডস্লাম জেতা হয়ে গেছে তাঁর। বর্ণময় টেনিস কেরিয়ারকে বিদায় জানাতে চলেছেন ভারতীয় টেনিস তারকা মহেশ ভূপতি। কলকাতায় এসে মহেশ জানান, ২০১৩ সালের পর তিনি অবসর নেবেন। তবে টেনিসকে বিদায় জানানোর আগে আরও একটা গ্র্যান্ডস্লাম জেতার ইচ্ছে রয়েছে ১২টি গ্র্যান্ডস্লামের মালিক ভূপতির।
৩৮ বছর বয়সেও টেনিস কোর্ট দাপিয়ে বেড়ানো ভূপতি পাশে দাঁড়াচ্ছেন অফ ফর্মে থাকা সচিন তেন্ডুলকরের। নিজের অ্যাকাডেমিতে দাঁড়িয়ে মহেশ জানান,সচিনের অবসরের বিষয়টি তাঁর ওপরেই ছেড়ে দেওয়া উচিত। নতুন মরসুমে রোহন বোপান্নার পরিবর্তে ড্যানিয়েল নেস্টরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে মহেশ ভূপতিকে।ডাবলসে বিশ্বের প্রাক্তন এক নম্বরের সঙ্গে জুটি বেঁধে খেলার জন্য মুখিয়ে আছেন ভারতের এই চ্যাম্পিয়ন টেনিস তারকা।
এটিপি ওয়ার্লড ট্যুর ফাইনালে হারের পর বোপান্না সিদ্ধান্ত নিয়েছেন আর ভূপতির সঙ্গে জুটি না বাঁধার। পরের টেনিস মরসুম থেকে দুজনে আর একসঙ্গে খেলবেন না। লিয়েন্ডার পেজ-মহেশ ভূপতি জুটি ভেঙে যাওয়ার পর মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি একটা উচ্চতা পর্যন্ত নিয়ে গিয়েছিল ভারতীয় টেনিসকে। এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে হেরে যাওয়ার পর দুজনে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলায় আরও একটি স্বর্গ পতন হয়ে যায় নীরবেই।