Mahendra Singh and Chris Gayle: অনেক বছর পর 'ক্যাপ্টেন কুল'ও 'দ্য ইউনিভার্স বস'-এর রিউনিইয়ন

দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকার পর কিংবদন্তি গেইল তাঁর এক সময়ের প্রতিপক্ষ ধোনির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি ধোনির উদ্দেশ্যে লিখেছেন, ‘লং লিভ দ্য লিজেন্ডস।’ 

Updated By: Feb 6, 2023, 01:41 PM IST
Mahendra Singh and Chris Gayle: অনেক বছর পর 'ক্যাপ্টেন কুল'ও 'দ্য ইউনিভার্স বস'-এর রিউনিইয়ন
একফ্রেমে দুই লিভিং লেজেন্ড। এমএস ধোনি ও ক্রিস গেইল। ছবি: ইনস্টাগ্রাম

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার একমঞ্চে ক্রিকেটের ছোট ফরম্যাটের দুই মহাতারকা। একজন টিম ইন্ডিয়ার (Team India) মহেন্দ্র সিং ধোনি (Mahedendra Singh Dhoni)। আর একজন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ক্রিস গেইল (Chris Gayle)। এহেন দুই লেজেন্ড এবার একফ্রেমে ধরা দিলেন। 'ক্যাপ্টেন কুল'-এর (Captain Cool) সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দিলেন 'দ্য ইউনিভার্স বস' (The Universe Boss)। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে এলেবারেই সময় লাগেনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে গেইল বর্তমানে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। অন্যদিকে, এমএস ধোনির (MS Dhoni) পরবর্তী লক্ষ্য আসন্ন আইপিএল-এ (IPL 2023) ভালো পারফরম্যান্স করা। সেইজন্য তৈরি প্রস্তুতি নিচ্ছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক। 

উল্লেখ্য, ধোনি নিজের কর্মকাণ্ডের জন্য প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া তিনটি আইসিসি ট্রফি জিতেছে। তাছাড়া তাঁর অধিনায়কত্বে ভারতীয় দল ক্রিকেটের সমস্ত ফরম্যাটে শীর্ষস্থান দখল করেছে। 

আরও পড়ুন: Virat Kohli vs Rohit Sharma Controversy: বিরাট ও রোহিতের মধ্যে জোর ঝামেলা লেগেছিল! দাবি করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ

আরও পড়ুন: Ravichandran Ashwin, Border Gavaskar Trophy 2023: 'বন্দুকের মতো' অশ্বিনকেই ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া! বুঝিয়ে দিলেন অকপট উসমান খোয়াজা

দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকার পর কিংবদন্তি গেইল তাঁর এক সময়ের প্রতিপক্ষ ধোনির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি ধোনির উদ্দেশ্যে লিখেছেন, ‘লং লিভ দ্য লিজেন্ডস।’ বিষয়টি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজরে পড়তেই গেইলের শেয়ার করা ছবিতে অগণিত ভালোবাসা দিয়েছে।

২০২০ সালের ১৫ অগাস্ট ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তবে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার আগে তিনি বিশ্ব ক্রিকেটের সফলতম ফিনিশারের উপাধি লাভ করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তিনি আইপিএল-এও নিজের বুদ্ধিমত্তার ছাপ রেখেছেন। তাঁর নেতৃত্বে চারবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.