Luis Enrique | Luis de la Fuente: এনরিকে যুগের অবসান! 'লা রোজা'দের দায়িত্বে এবার নতুন কোচ

Luis Enrique: স্পেনর কোচ হিসাবে লুইস এনরিকের মেয়াদ শেষ হল। এবার 'লা রোজা'দের দায়িত্বে এলেন লুইস দে লা ফন্তে

Updated By: Dec 8, 2022, 07:19 PM IST
Luis Enrique | Luis de la Fuente: এনরিকে যুগের অবসান! 'লা রোজা'দের দায়িত্বে এবার নতুন কোচ
এনরিকে যুগের অবসান!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: স্পেনের (Spain) কোচ হিসাবে লুইস এনরিকের (Luis Enrique) অধ্যায় শেষ হল। চলতি কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) 'লা রোজা'দের (La Roja) শুরুটা হয়েছিল দুরন্ত মেজাজে। অসাধারণ পাসিং ফুটবলে ফ্যানদের মোহিত করেছিলেন এনরিকের শিষ্যরা। স্পেন ৭-০ গোলে কোস্টারিকাকে (Spain vs Costa Rica) উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে। অথচ এই স্পেনই (Spain vs Morocco) শেষ ষোলোয় মরক্কোর কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। শুক্রবার সন্ধ্যায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন ওরফে আরইএফএফ (Spanish Football Federation, RFEF) সিদ্ধান্ত নিয়ে ফেলে এনরিকেকে ছাঁটাই করার। এনরিকে বিদায়ের দিনেই আরইএফএফ জানিয়ে দেয় যে, তাঁরা নতুন কোচ হিসাবে দায়িত্ব দিল স্পেনের অনূর্ধ্ব-২১ দলের কোচ লুইস দে লা ফন্তেকে (Luis de la Fuente)।

আরও পড়ুনBrazil, FIFA World Cup 2022: নক আউটে ইউরোপের দলগুলোর বিরুদ্ধে কোন 'ভূত' নামাতে চাইছে নেইমারদের ব্রাজিল? জেনে নিন

৬১ বছরের কোচ অতীতে দুই দফায় তিন বছর অ্যাথলেটিক বিলবাওর দায়িত্বও সামলেছেন অতীতে। ২০১৪-২০১৭ পর্যন্ত এনরিকে বার্সেলোনার দায়িত্বে ছিলেন। স্প্য়ানিশ জায়ান্টদের আকাশ ছোঁওয়া সাফল্য এনে দিয়েছিলেন। এরপর ২০১৮-তে স্পেনের দায়িত্ব নেন এনরিকে। স্প্যানিশ কোচের চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল। কিন্তু কাতার ব্যর্থতার পরেই তা দ্রুত শেষ হয়ে গেল। আগামী বছর মার্চে স্পেন ফের মাঠে নামবে। নরওয়ের বিরুদ্ধে ইউরো ২০২৪-এর কোয়ালিফায়ার্স খেলবে তারা। এবার  'লা রোজা'দের দায়িত্বে লা ফন্তে। এখন দেখার তাঁর দায়িত্বে স্পেনের ফুটবল নতুন দিশা পায় কিনা! অপেক্ষায় ফ্যানরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.