অনুরাগের রাগ, লোধা কমিটির যোগ্যতা নিয়েই প্রশ্ন
লোধা কমিটিকে জব্দ করতে এবার মোক্ষম আঘাত হানল বিসিসিআই। সুপ্রিম কোর্টে লোধা কমিটির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে।
Updated By: Dec 8, 2016, 10:57 AM IST
ব্যুরো: লোধা কমিটিকে জব্দ করতে এবার মোক্ষম আঘাত হানল বিসিসিআই। সুপ্রিম কোর্টে লোধা কমিটির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে।
তাদের অভিযোগ ক্রিকেট প্রশাসনকে কি করে পরিচালনা করতে হয় তা জানে না লোধা কমিটি। বিসিসিআই ও রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের সরিয়ে দিয়ে ভারতীয় ক্রিকেটকে পঙ্গু করতে চাইছে এই কমিটি। ফলে চরম অরাজকতা তৈরি হতে পারে। এমনকী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজও করতে ব্যর্থ লোধা। ইতিমধ্যে লোধা কমিটি সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাইকে বিসিসিআই-এর পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করতে। তারও বিরোধিতা করছে বিসিসিআই।