লোধা কমিটির রিপোর্টের বেশিরভাগ প্রস্তাবেই আপত্তি জানাল সিএবি
লোধা কমিটির রিপোর্টের বেশিরভাগ প্রস্তাবেই আপত্তি জানাল সিএবি। বুধবার সিএবি কর্তারা নিজেদের মধ্যে বৈঠকে বসেছিলেন। বোর্ডের আইনজীবী উষানাথ বন্দোপাধ্যায়কে এই বৈঠক ডাকেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি।
ওয়েব ডেস্ক: লোধা কমিটির রিপোর্টের বেশিরভাগ প্রস্তাবেই আপত্তি জানাল সিএবি। বুধবার সিএবি কর্তারা নিজেদের মধ্যে বৈঠকে বসেছিলেন। বোর্ডের আইনজীবী উষানাথ বন্দোপাধ্যায়কে এই বৈঠক ডাকেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি।
বৈঠকে কর্তাদের বয়সের উর্ধ্বসীমা সত্তর বছর করা নিয়ে আপত্তি জানান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে সকলেই। সংস্থার কমিটিতে মন্ত্রী ও সরকারী আমলাদের না রাখার বিষয়টিতেও আপত্তি ওঠে। বৈঠক সেরে সুব্রত মুখোপাধ্যায় জানান সিএবি কর্তাদের তিনি তার বক্তব্য জানিয়ে দিয়েছেন।
সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, এসজিএমে সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা। আগামী ২৯ জানুয়ারি সিএবির এসজিএম হবে।