FIFA Club World Cup 2019: ফিরমিনোর গোলে ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে বিশ্বসেরা লিভারপুল
ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল অল রেডসরা।
নিজস্ব প্রতিবেদন : ইউরোপ সেরা হওয়ার পর এবার বিশ্বসেরা হল লিভারপুল। ফ্ল্যামেঙ্গোকে ১-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল য়ুর্গেন ক্লপের দল।
CHAMPIONS OF THE WORLD#ClubWC pic.twitter.com/17m0k9dpqZ
— Liverpool FC (@LFC) December 21, 2019
কাতারে ফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুল। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা না হওয়ায়,ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ফিরমিনোর গোলে বাজিমাত করে লিভারপুল। অতিরিক্ত সময়ে রবের্তো ফিরমিনোর গোলে ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ইপিএল লিডাররা।
Champions League winners
Super Cup winners
Club World Cup winners2019 has been alright, hasn't it? pic.twitter.com/tymAP9gAqx
— Liverpool FC (@LFC) December 21, 2019
Feeling festive pic.twitter.com/1vAN1xOGYp
— Liverpool FC (@LFC) December 22, 2019
ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল অল রেডসরা। এর আগে ২০০৮ সালে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কাতারে ক্লাব বিশ্বকাপ জিতে সমর্থকদের ক্রিসমাসের উপহার দিলেন সালহারা।
আরও পড়ুন- একদিনের জন্য সান্তাক্লজ বিরাট কোহলি! দুঃস্থ বাচ্চাদের মুখে ফোটালেন হাসি