লিভারপুলের অনড় মনোভাবের পর, কুটিনহোকে কি সই করাতে পারবে বার্সেলোনা?
Updated By: Aug 11, 2017, 10:17 AM IST
ওয়েব ডেস্ক : বারবার তিনবার। শেষবার তো রেকর্ড পরিমান টাকার প্রস্তাব। কিন্তু অটল লিভারপুল। ফিলিপে কুটিনহোকে তাঁরা বিক্রি করবে না। ফের একবার বার্সেলোনাকে জানিয়ে দিল তারা। কুটিনহোকে নিতে লিভারপুলকে একশো মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিলেন বার্সেলোনা কর্তারা। কিন্তু লিভারপুলের পক্ষ থেকে জানানো হয়েছে কুটিনহোর দলবদল ইস্যুতে অযথা সময় নষ্ট করছে বার্সেলোনা।
আরও পড়ুন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে কে কে থাকছেন না জানুন
নেইমার চলে যাওয়ার পর তাঁর জায়গা ভরাট করতে কুটিনহোকে টার্গেট করেছে বার্সেলোনা। শোনা যাচ্ছে কুটিনহো নিজেও লা লিগায় খেলতে চাইছেন। কিন্তু লিভারপুলের অনড় মনোভাবের পর মনে করা হচ্ছে কুটিনহোকে সই করানোর স্বপ্ন ভুলতে হবে বার্সেলোনাকে। দুহাজার তেরো সালে ইন্টার মিলান থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন কুটিনহো।