IND vs ZIM, T20 World Cup 2022: ৭১ রানে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়, শীর্ষে থেকে সেমিতে টিম ইন্ডিয়া, রোহিতের সামনে এবার ইংল্যান্ড

প্রোটিয়াসরা হেরে যাওয়ার জন্য সুবিধা হল টিম ইন্ডিয়ার। এই মুহূর্তে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে থাকার সুবাদে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলার আগেই সেমি ফাইনালে চলে গেলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। অবশেষে শিকে ছিঁড়ল। দীনেশ কার্তিকের পরিবর্তে দলে এলেন ঋষভ পন্থ। সূর্য কুমার যাদবের অপরাজিত ৬১ রানের সৌজন্যে ১৮৬ রান তুলে নিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে জিম্বাবোয়ে। ১১৫ রানে অল আউট হয়ে যায় বিপক্ষ। ফলে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭১ রানে জিতে শীর্ষে থেকে শেষ চারে ভারত। দ্বিতীয় সেমি ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামি ১০ নভেম্বর অ্যাডেলিডে মুখোমুখি হবে দুই দল। 

Last Updated: Sunday, November 6, 2022 - 17:18
IND vs ZIM, T20 World Cup 2022: ৭১ রানে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়, শীর্ষে থেকে সেমিতে টিম ইন্ডিয়া, রোহিতের সামনে এবার ইংল্যান্ড
দাপটের সঙ্গে সেমি ফাইনালে টিম ইন্ডিয়া। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল। রবিবারের ম্যাচে জিম্বাবোয়েকে (Zimbabwe) উড়িয়ে দিল টিম ইন্ডিয়া (Team India)। ব্যাট হাতে কে এল রাহুল (KL Rahul) ও সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) দাপটের পরে বোলিংয়ে ঝড় তুললেন মহম্মদ শামি (Mohammed Shami)-অর্শদীপ সিংরা (Arshdeep Singh)। ৭১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতল ভারত। গ্রুপ ২ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠে গেল ভারত। আগামী বৃহস্পতিবার ১০ নভেম্বর ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সেমি ফাইনাল খেলতে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) দল।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2021) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। পাকিস্তান, নিউজিল্যান্ডের কাছে হেরে বিধ্বস্ত হয়ে আরব আমিরশাহী থেকে ফিরে আসতে হয়েছিল। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল ভারত। তারপর থেকে লাগাতার ম্যাচ জিতে নিয়ে শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলে মেন ইন ব্লু। নিয়মরক্ষার ম্যাচেও দাপট দেখিয়ে জয় পেল ভারত। 

ভারতীয় ব্যাটিংয়ের নায়ক সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। ভারতীয় ইনিংসের দশ ওভার কেটে যেতেই পরপর উইকেট তুলে নিতে থাকে জিম্বাবোয়ের বোলাররা। ভারতের রানের গতি বেশ কমিয়ে দেন সিকান্দার রাজারা। সেই সময়েই পালটা মার শুরু করেন সূর্য। মাত্র ২৫ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের হাল ধরেন। তাঁর দাপটেই পাঁচ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে ভারত।

রান তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় ওভারে উইকেট নেন অর্শদীপ। উইকেট নেওয়ার তালিকায় যোগ হয় শামি, হার্দিক পান্ডিয়ার নামও। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকার ফলে একেবারেই পার্টনারশিপ গড়তে পারেননি জিম্বাবোয়ে ব্যাটাররা। তিন উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। ১১৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। 

১১৫ রানে অল আউট জিম্বাবোয়ে। 

 

 

৭১ রানে জিতে শীর্ষে থেকে দ্বিতীয় সেমি ফাইনালে টিম ইন্ডিয়া। ১০ নভেম্বর অ্যাডেলিডে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। 

 

১১১ রানে নবম উইকেট হারাল জিম্বাবোয়ে। 

 

হার্দিকের বলে ৩৪ রানে ফিরলেন সিকন্দর রাজা। 

 

তিন উইকেট নিলেন অশ্বিন। 

 

১০৬ রানে ৮ উইকেট হারাল জিম্বাবোয়ে। 

 

ফের উইকেট নিলেন অশ্বিন। 

 

১০৪ রানে ৭ উইকেট হারাল জিম্বাবোয়ে। 

 

জুটি ভাঙলেন অশ্বিন। 

 

রায়ান ব্রুলকে (২২ বলে ৩৫) আউট করলেন অশ্বিন। ৯৬ রানে ৬ উইকেট হারাল জিম্বাবোয়ে। 

 

দেদার রান বিলিয়ে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল। 

 

১৩ ওভারে ৫ উইকেটে ৯৪ রান তুলে নিল জিম্বাবোয়ে। অশ্বিন ২ ওভারে ১৮ ও অক্ষর ২৮ রান দিয়েছেন। 

 

ক্রিজে লড়ছেন সিকন্দর রাজা ও রায়ান ব্রুল। 

 

১১ ওভারে ৫ উইকেটে জিম্বাবোয়ে ৭৫ রান তুলেছে। 

 

১০ ওভারে ৫ উইকেট হারিয়ে জিম্বাবোয়ে ৫৯ রান তুলেছে। 

 

গ্রুপ শীর্ষে থেকে সেমি ফাইনালে যেতে ভারতের দরকার আরও ৫ উইকেট। 

 

ম্যাচে জাঁকিয়ে বসেছে টিম ইন্ডিয়া। 

 

৯ ওভারে ৪৮ রানে ৫ উইকেট হারাল জিম্বাবোয়ে।

 

মহম্মদ শামির আগুনে পেসে আরও ব্যাকফুটে জিম্বাবোয়ে।

 

৮ ওভারে ৩৯ রানে ৫ উইকেট হারাল টিম ইন্ডিয়া। 

 

এবার সাফল্য পেলেন হার্দিক পান্ডিয়া। 

 

৩১ রানে ৪ উইকেট হারাল জিম্বাবোয়ে। 

 

বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারে উইকেট তুলে নিলেন মহম্মদ শামি। 

 

৬ ওভারে ২৮ রানে ৩ উইকেট হারাল জিম্বাবোয়ে। 

 

৫ ওভারে শেষে জিম্বাবোয়ে ২১ রানে ৫ উইকেট তুলেছে। 

 

দারণ ছন্দে ভুবি ও অর্শদীপ। 

 

এমসিজি-র বাইশ গজে দুই পেসারের দাপট। 

 

চার ওভারের শেষে জিম্বাবোয়ে ১৩ রানে ২ উইকেট। 

 

জোড়া সাফল্য পেল টিম ইন্ডিয়া। 

 

দ্বিতীয় ওভারের চতুর্থ বলে রিগিস চাকাভাকে তুলে নিলেন অর্শদীপ সিং। ২ রানে ২ উইকেট হারাল জিম্বাবোয়ে। 

 

শুরুতেই ধাক্কা দিলেন ভুবনেশ্বর কুমার। 

 

ওয়েসলি মেধেভেরে। কভারে দুরন্ত ক্যাচ নিলেন বিরাট কোহলি। খাতা না খুলেই প্রথম উইকেট হারাল জিম্বাবোয়ে। 

 

২০তম ওভারের শেষ বলে আবার ছক্কা। 

 

২৫ বলে ৬১ রানে অপরাজিত থেকে ক্রিজ ছাড়লেন সূর্য। মারলেন ৬টি চার ও ৪টি ছক্কা। স্ট্রাইক রেট ২৪৪। সূর্যের তাপে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান তুলে নিল। জিম্বাবোয়ের টার্গেট ১৮৭ রান। 

 

সেরা ফর্মে রয়েছেন 'স্কাই'। 

 

শেষ ওভারের চতুর্থ বলে ছয় মেরে অর্ধ শতরান পূর্ণ করলেন সূর্য। ২৩ বলে এল অর্ধ শতরান। 

 

১৯ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১৬৫। 

 

সূর্য ২১ বলে ৪৩ ও হার্দিক ১৫ বলে ১৮ রানে ক্রিজে আছেন।  

 

১৮ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১৫২। 

 

ছয় মেরে চলতি বছরে এই বছর ১০০০ রানের মাইলস্টোন গড়লেন সূর্য। 

 

ফের স্বমহিমায় সূর্য। 

 

১৭ ওভারে ভারত ৪ উইকেটে ১৩৭ রান তুলে নিল। সূর্য ১৪ বলে ২৪ ও হার্দিক ১০ বলে ৯ রানে ক্রিজে আছেন। 

 

নিজের আগুনে মেজাজে সূর্য। 

 

মুজরাবানিকে পরপর দুটি চার মারলেন 'স্কাই'। হার্দিকও পিছিয়ে নেই। তিনিও মারলেন দুটি চার। ১৬ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১২৫। 

 

ভারতের রান রেটে পতন। শেষ ১৬ বলে ১৪ রানে ৩ উইকেট হারিয়েছে ভারত। 

 

১৫ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১০৭। 

 

দুরন্ত ফিল্ডিং করলেন রায়ান ব্রুল। 

 

শন উইলিয়ামসের বলে ফিরলেন পন্থ। ভারত ১০১ রানে ৪ উইকেট হারাল। 

 

১৩ ওভারে ভারতের রান ৯৮ রানে ৩ উইকেট। 

 

ক্রিজে রয়েছেন সূর্য কুমার যাদব ও ঋষভ পন্থ। 
 

তিন উইকেট হারাল ভারত। 

অর্ধ শতরান করে আবার আউট কেএল রাহুল। ৩৫ বলে ৫১ রানে ফিরলেন টিম ইন্ডিয়ার ওপেনার। 

 

২৬ রানে আউট বিরাট কোহলি। 

 

১২ ওভারে ভারতের রান ২ উইকেটে ৮৯।

 

১১ ওভারে ভারতের রান ১ উইকেটে ৮৫। 

 

কেএল ৩২ বলে ৪৪ ও বিরাট ২১ বলে ২৫ রানে ক্রিজে আছেন। 

 

১০ ওভারে ভারত ১ উইকেটে ৭৯ রান তুলে নিল। 

 

কেএল ২৯ বলে ৪১ ও বিরাট ১৮ বলে ২২ রানে ক্রিজে আছেন। 

 

বাইশ গজে ঝড় তুলছেন কেএল। 

 

বিরাট ও কেএল ৫০ রান যোগ করে ফেললেন। 

 

৯ ওভারে ভারত ১ উইকেটে ৭১ রান তুলেছে। 

 

কেএল ৩৫ ও বিরাট ২০ রানে ক্রিজে আছেন। 

 

৮ ওভারে ১ উইকেটে ৬৮ রান ভারতের।  

 

কেএল ৩৪ ও বিরাট ১৮ রানে ক্রিজে আছেন। 

 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার রোহিতের পারফরম্যান্স! 

১. বনাম পাকিস্তান ৪ রান।
২. বনাম নেদারল্যান্ডসের ৫৩ রান।
৩. বনাম দক্ষিণ আফ্রিকা ১৫ রান। 
৪. বনাম বাংলাদেশ ২ রান।
৫. বনাম জিম্বাবোয়ে ১৫ রান। 

 

বড় রানের লক্ষ্যে বিরাট ও রাহুল। 

 

৭ ওভারে ১ উইকেটে ৫৪ রান ভারতের।  

 

চালিয়েই খেলছেন দুই তারকা। 

 

পাওয়ার প্লে-তে এই প্রথম চলতি প্রতিযোগিতায় ১ উইকেটে সর্বাধিক ৪৬ রান তুলে নিল ভারত। কেএল ১৭ বলে ২০ ও বিরাট ৬ বলে ১০ রানে ক্রিজে আছেন। 

 

৫ ওভারে ভারত ১ উইকেটে ৩৬ রান তুলে নিল।

 

কেএল রাহুল ১৪ ও বিরাট ৬ রানে ক্রিজে আছেন। 

 

চার মেরে খাতা খুললেন বিরাট কোহলি। 

 

চার ওভারে ভারত ১ উইকেটে ৩১ রান তুলেছে। 

 

ফের ব্যর্থ রোহিত শর্মা! ফিরলেন ১৫ রানে। 

 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার ব্যর্থ ভারতের অধিনায়ক। ২৭ রানে ১ উইকেট হারাল টিম ইন্ডিয়া। 

 

৯২ মিটার! কেএল রাহুলের ব্যাট থেকে এল প্রথম ছক্কা! 

 

তিন ওভারে ভারতের রান ১৮। রাহুল ১১ ও রোহিত ৭ রানে ক্রিজে আছেন। 

 

ভারতীয় ইনিংসে প্রথম চার! 

 

দুই ওভারে ভারতের রান ৬। ধীরে শুরু করেলন রোহিত ও কেএল রাহুল। 

 

প্রথম ওভার মেডেন! 

 

বড় রানের টার্গেট নিয়ে বাইশ গজে রোহিত শর্মা-কেএল রাহুল। 

 

জিম্বাবোয়ের প্রথম একাদশ

 

ওয়েসলি মাধেভেরে, ক্রেগ এরভাইন (অধিনায়ক), রেগিস চাকাবভা (উইকেট কিপার), সিয়ান উইলিয়ামস, সিকন্দর রাজা, টনি মুনিয়ঙ্গা, রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নগারাভা, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।

ভারতের প্রথম একাদশ

 

কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেট কিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও অর্শদীপ সিং।

 

রোহিতের অনন্য রেকর্ড। 

দেশের জার্সি গায়ে চাপিয়ে ৫০তম টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। 

 

অবশেষে দলে এলেন ঋষভ পন্থ।

 

লাগাতার বাইরে থাকার পর জিম্বাবোয়ের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন ঋষভ পন্থ। এই ম্যাচে পন্থ ভালো পারফরম্যান্স করলেন কার্তিকের দলে ফেরা কঠিন হয়ে যাবে। টস জিতলেন রোহিত শর্মা। 

 

টস জিতল ভারত।

টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, মেলবোর্নে রান তাড়া করবে জিম্বাবোয়ো।

 

সুপার টুয়েলভে জিম্বাবোয়ের ফলাফল। 

 

১. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ মাঝপথেই বৃষ্টিতে ভেস্তে যায়।
২. পাকিস্তানকে ১ রানে পরাজিত করে।
৩. বাংলাদেশের কাছে ৩ রানে পরাজিত হয়।
৪. নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হার মানে।

 

সুপার টুয়েলভে ভারতের ফলাফল। 

১. পাকিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে।
২. নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৬ রানে জয় তুলে নেয়।
৩. দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে পরাজিত হয়।
৪. বাংলাদেশকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ উইকেটে হারিয়ে দেয়।