এক ঝলকে দেখে নিন কোন আইপিএলে কে পার্পল ক্যাপ পেয়েছেন

শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। নিশ্চয়ই নতুন সিজন দেখার জন্য খুবই তেতে আছেন। কিন্তু নবম সংস্করন দেখতে বসার আগে পুরনোগুলোও তো একটু মনে করে নিতে হবে নাকি! আইপিএল মানেই তো রান মেশিন সবাই। প্রচুর রান করেন সবাই। তা বলে এমন ভাবারও কোনও কারণ নেই যে, আইপিএলে বোলাররা খুব একটা খারাপ পারফর্ম করেন। প্রত্যেক বছর যিনি সবথেকে বেশি উইকেট পান, তাঁকেই দেওয়া হয় পার্পল ক্যাপ। এক ঝলকে দেখে নিন কোনবার কে পেয়েছেন পার্পল ক্যাপ।

Updated By: Apr 8, 2016, 02:13 PM IST
এক ঝলকে দেখে নিন কোন আইপিএলে কে পার্পল ক্যাপ পেয়েছেন

ওয়েব ডেস্ক: শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। নিশ্চয়ই নতুন সিজন দেখার জন্য খুবই তেতে আছেন। কিন্তু নবম সংস্করন দেখতে বসার আগে পুরনোগুলোও তো একটু মনে করে নিতে হবে নাকি! আইপিএল মানেই তো রান মেশিন সবাই। প্রচুর রান করেন সবাই। তা বলে এমন ভাবারও কোনও কারণ নেই যে, আইপিএলে বোলাররা খুব একটা খারাপ পারফর্ম করেন। প্রত্যেক বছর যিনি সবথেকে বেশি উইকেট পান, তাঁকেই দেওয়া হয় পার্পল ক্যাপ। এক ঝলকে দেখে নিন কোনবার কে পেয়েছেন পার্পল ক্যাপ।

পার্পল ক্যাপ কোন বছর কে পেয়েছেন -

১) প্রথম আইপিএল, ২০০৮ - সোহেল তনবীর (রাজস্থান রয়্যালস) নিয়েছিলেন মোট ২২ টি উইকেট।

২) দ্বিতীয় আইপিএল, ২০০৯ - আর পি সিং (ডেকান চার্জার্স) নিয়েছিলেন মোট ২৩ টি উইকেট।

৩) তৃতীয় আইপিএল, ২০১০ - প্রজ্ঞান ওঝা (ডেকান চার্জার্স) নিয়েছিলেন মোট ২১ টি উইকেট।

৪) চতুর্থ আইপিএল, ২০১১ - লসিথ মালিঙ্গা (মুম্বই ইন্ডিয়ান্স) নিয়েছিলেন মোট ২৭ টি উইকেট।

৫) পঞ্চম আইপিএল, ২০১২ - মর্নি মর্কেল (দিল্লি ডেয়ার ডেভিলস) নিয়েছিলেন মোট ২৫ টি উইকেট।

৬) ষষ্ঠ আইপিএল, ২০১৩ - ডোয়েন ব্রাভো (চেন্নাই সুপার কিংস) নিয়েছিলেন মোট ৩২ টি উইকেট।

৭) সপ্তম আইপিএল, ২০১৪ - মোহিত শর্মা (চেন্নাই সুপার কিংস) নিয়েছিলেন মোট ২৩ টি উইকেট।

৮) অষ্টম আইপিএল, ২০১৫ - ডোয়েন ব্রাভো (চেন্নাই সুপার কিংস) নিয়েছিলেন মোট ২৬ টি উইকেট।

.