Lionel Messi vs Cristiano Ronaldo: ফের মেসি বনাম রোনাল্ডো ডুয়েল! কবে, কখন, কোথায় দেখবেন মেগা ম্যাচের কিক অফ?

স্টেডিয়ামে বসে এই ম্যাচের টিকিটের জন্য ২০ লক্ষর বেশি মানুষ অনলাইনে আবেদন করেছেন। কারণ শুধু তো মেসি বনাম রোনাল্ডো নয়, নেইমার-এমবাপের মতো তারকাও খেলতে পারেন।

Updated By: Jan 19, 2023, 08:25 PM IST
Lionel Messi vs Cristiano Ronaldo: ফের মেসি বনাম রোনাল্ডো ডুয়েল! কবে, কখন, কোথায় দেখবেন মেগা ম্যাচের কিক অফ?
৯০ মিনিটের মেগা ম্যাচে নামার জন্য মুখিয়ে মেসি ও রোনাল্ডোর দল।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই ৯০ মিনিটের যুদ্ধে ফের মুখোমুখি হবেন লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্ব ফুটবলের দুই মহাতারকার ডুয়েল নিয়ে একটা সময় স্প্যানিশ ফুটবল উত্তাল হয়ে যেত। এল ক্লাসিকো-কে (El Clasico) নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এবার সেই উত্তাপের স্বাদ ফের পাওয়া যাবে। কারণ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১০:৩০ মিনিটে যে সেই মেগা ম্যাচের কিক অফ। রিয়াধের (Riyadh) কিং ফাহাদ স্টেডিয়ামে (King Fahd International Stadium) আয়োজিত হবে এই ম্যাচ। 

সৌদি আরবে প্যারিস সঁ জরমঁ-এর (Paris Saint Germain) বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে আল নাসের (Al Nassar) ও আল হিলালের (Al Hilal) সম্মিলিত দল। দলের নাম দেওয়া হয়েছে সৌদি আরব অলস্টার একাদশ (Saudi All Star XI)। এই প্রীতি ম্যাচে সৌদি আরবের সম্মলিত দলকে নেতৃত্ব দেবেন পর্তুগালের (Portugal) মহাতারকা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার সৌজন্যে কয়েকদিন আগেই ভাইরাল হয়ে গিয়েছিল। 

প্রায় আড়াই বছর পর ফের একবার সবুজ গালিচায় 'এলএম টেন' (LM 10) ও 'সিআর সেভেন'-এর (CR 7) সাক্ষাৎ হতে চলেছে। এমনকি এই ম্যাচের উত্তেজনা বাড়ানোর জন্য মাঠে নামতে পারেন পিএসজি-র (PSG) অন্য দুই তারকা নেইমার (Neymar) ও কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। স্বাভাবিকভাবেই ভারতীয় সমর্থকদের মধ্যে এই ম্যাচ নিয়ে উৎসাহ তুঙ্গে। কিন্তু কোন প্ল্যাটফর্মে ও কীভাবে ম্যাচটি দেখা যাবে? জানা গিয়েছে, ভারতের কোনও টিভি চ্যানেলে এই ম্যাচের সম্প্রচার হবে না। তবে জিও সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে এই ম্যাচ দেখানো হবে। এছাড়া পিএসজি টিভি, পিএসজি-র ফেসবুক পেজ, পিএসজি-র ইউটিউব চ্যানেল এবং ওয়ানফুটবল অ্যাপে এই খেলার সরাসরি সম্প্রচার করা হবে।

স্টেডিয়ামে বসে এই ম্যাচের টিকিটের জন্য ২০ লক্ষর বেশি মানুষ অনলাইনে আবেদন করেছেন। কারণ শুধু তো মেসি বনাম রোনাল্ডো নয়, নেইমার-এমবাপের মতো তারকাও খেলতে পারেন। স্পেশ্যাল টিকিটের জন্য নিলাম হয়েছে। বিশেষ টিকিটটির মালিক যিনি হবেন, তিনি খেলার শেষে সাক্ষাৎ করতে পারবেন দুই মহাতারকার সঙ্গে। এমনকী তাঁদের সঙ্গে ছবি তুলতে পারবেন। যেতে পারবেন ড্রেসিংরুমেও। 

আরও পড়ুন: Exclusive, Lionel Messi: মেসির আর্জেন্টিনা বাংলাদেশে আসছে! নাকি কাজী সালাউদ্দিন স্টান্টবাজি করেছেন?

আরও পড়ুন: Lionel Messi: মেসিদের আর্জেন্টিনা বাংলাদেশে যাচ্ছে না! চলে এল বড় আপডেট

আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ দিয়ে মেসি ইতিমধ্যেই ক্লাবের হয়ে নেমে পড়েছেন। গোল করেছেন। গোল করিয়েওছেন। একটিতে দল জিতেছে, একটিতে হেরেছে। তবে রোনাল্ডো এখনও আল নাসেরের হয়ে মাঠে নামেননি। ১৯ জানুয়ারি রাতে সেই মাহেন্দ্রক্ষণ। মেসির সামনে রোনাল্ডো। গোটা বিশ্ব তাকিয়ে সেই ম্যাচের দিকে। আরব দেশে অভিষেক হবে রোনাল্ডোর। 

তবে আল নাসেরের হয়ে রোনাল্ডোর প্রথম ম্যাচ ২২ জানুয়ারি। প্রতিপক্ষ ইত্তিফাক। যদিও ফুটবলপ্রেমীদের চোখ এখন ১৯ তারিখের পিএসজি বনাম আল হিলাল ও আল নাসেরের সম্মিলিত দলের ম্যাচের দিকে। কারণ সেই ম্যাচে যে একাধিক তারকা একে অপরের বিরুদ্ধে খেলবেন।  

সৌদি একাদশ বনাম পিএসজি-র ম্যাচ কবে এবং কোথায়?

১৯ জানুয়ারি, বৃহস্পতিবার এই ম্যাচ হবে। রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে এই ম্যাচ খেলা হবে।

কখন ম্যাচ শুরু?

ভারতীয় সময় রাত ১০:৩০টা থেকে এই ম্যাচ শুরু হবে। 

কোন চ্যানেলে দেখা যাবে?

ভারতের কোনও টিভি চ্যানেলে এই ম্যাচের সরাসরি সম্প্রচার হবে না। তবে জিও সিনেমা ছাড়া পিএসজি টিভি, পিএসজি-র ফেসবুক পেজ, পিএসজি-র ইউটিউব চ্যানেল এবং ওয়ানফুটবল অ্যাপে এই খেলার সরাসরি সম্প্রচার করা হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.