Watch | Lionel Messi: অবিশ্বাস্য ড্রিবলে মাত পেরু, একাই ২ গোল GOAT মেসি-র

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ম্যাচের পর বলেন, ‘সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল মেসি সুস্থ’। জানা গিয়েছে মেসি ইন্টার মিয়ামির বাকি দুটি ম্যাচ খেলবেন না, অর্থাৎ তার MLS-এর মরসুম শেষ।

Updated By: Oct 18, 2023, 01:13 PM IST
Watch | Lionel Messi: অবিশ্বাস্য ড্রিবলে মাত পেরু, একাই ২ গোল GOAT মেসি-র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসি যখনই আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নামেন তখনই ম্যাজিকের অপেক্ষায় বসে থাকেন তাঁর ভক্তরা। বিশ্বজুড়ে তাঁর ভক্তরা আরেকটি অসাধারণ পারফরম্যান্সের সাক্ষী হলেন ভারতীয় সময় বুধবার সকালে। বিশ্বজয়ী আর্জেন্টিনার সামনে দাঁড়ানোর সুযোগই পেলনা তাদের দক্ষিণ আমেরিকার প্রতিবেশি পেরু।

এই ম্যাচে লিওনেল মেসির একটি চমকপ্রদ পারফরম্যান্স ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ২-০ ব্যবধানে আর্জেন্টিনার জয় নিশ্চিত করে। শুধু মেসির গোলই নয়, ৩৬ বছর বয়সী বিশ্বজয়ীর পায়ের জাদুতে অসহায় পেরুর দুই খেলোয়াড়ের ছবিও ভক্তদের উদ্বেল করেছে। এই ড্রিবলের ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

আরও পড়ুন: Argentina: বুধে মাঠে 'লা আলবিসেলেস্তে', মেসি কি আদৌ খেলছেন! জানুন খেলা দেখার সব রাস্তা

এর আগে বৃহস্পতিবার প্যারাগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনার ১-০ গোলের জয়ে মেসি বেঞ্চে থেকে শুরু করেন। কিন্তু, মঙ্গলবার রাতে, আর্জেন্টিনার হয়ে শুরু থেকেই মাঠে নামেন তিনি। পেরুর বিপক্ষে, মেসি ৩২তম মিনিটে আর্জেন্টিনার হয়ে গোলের সূচনা করেন এবং মাত্র ১০ মিনিটেই লিড দ্বিগুণ করেন। এরপরেও বহু সিজগ তৈরি হয় তাঁর পা থেকে কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় আর্জেন্টিনা।

 

আরও পড়ুন: Sunil Gavaskar | World Cup 2023: 'বাবা কি তোমাকে শেখায়নি!' সানির বিষাক্ত বাউন্সার বিদেশি নক্ষত্রকে, কিন্তু কেন?

জয়ের পর আর্জেন্টিনা জাতীয় দল সম্পর্কে মেসি বলেছেন, ‘আমাদের দুর্দান্ত খেলোয়াড় এবং খেলার একটি খুব পরিচিত শৈলী রয়েছে, এটি আমরা পছন্দ করি। আমরা এই পথেই চলতে চাই’।

 

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ জেতার পর, আমরা আত্মবিশ্বাসী, আরও দৃঢ় এবং ঐক্যবদ্ধ। আশা করি, আমরা আরও উন্নতি করতে পারব’।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ম্যাচের পর বলেন, ‘সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল মেসি সুস্থ’। জানা গিয়েছে মেসি ইন্টার মিয়ামির বাকি দুটি ম্যাচ খেলবেন না, অর্থাৎ তার MLS-এর মরসুম শেষ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, ১লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.