Lionel Messi and Rafael Nadal: নাদালের মন্তব্যে আপ্লুত মেসি, প্রতিক্রিয়া দিলেন 'এলএম টেন'

নাদাল ইনস্টাগ্রামে লিখেছিলেন, লরিয়াস স্পোর্টসনম্যান অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নিজেকে মনোনীত হতে দেখে সম্মানিত। যদিও এই পুরস্কারটি পাওয়ার যোগ্য মেসিই। 

Updated By: Feb 22, 2023, 05:21 PM IST
Lionel Messi and Rafael Nadal: নাদালের মন্তব্যে আপ্লুত মেসি, প্রতিক্রিয়া দিলেন 'এলএম টেন'
লিওনেল মেসিকে নিয়ে আপ্লুত রাফায়েল নাদাল।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাফায়েল নাদালের (Rafael Nadal) প্রশংসায় পঞ্চমুখ লিওনেল মেসি (Lionel Messi)। দুই মহাতারকা যে একে অপরকে কতটা সম্মান করেন, সেটা বুঝিয়ে দিল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস (Laureus World Sport Award)। চলতি বছরের সেরা হওয়ার দৌড়ে রয়েছেন রাফায়েল নাদাল, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেরা। যদিও নাদালের ভোট গিয়েছে মেসির দিকেই। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় নাদালকে নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন 'এল এম টেন' (LM 10)। 

নাদাল ইনস্টাগ্রামে লিখেছিলেন, লরিয়াস স্পোর্টসনম্যান অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নিজেকে মনোনীত হতে দেখে সম্মানিত। যদিও এই পুরস্কারটি পাওয়ার যোগ্য মেসিই। উল্লেখ্য, এই লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২৩ সালে বর্ষসেরা ক্রীড়াবিদের মনোনয়ন যাঁরা পেয়েছেন তাঁরা হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে, মোটর রেসিংয়ে নেদারল্যান্ডসের পাইলট ম্যাক্স ভার্স্টাপেন, সুইডেনের অ্যাথলিট মন্ডো ডুপ্লান্টিস, স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল ও মার্কিন বাস্কেটবল প্লেয়ার স্টিফেন কারি।

আরও পড়ুন: Sania Mirza retires: টেনিস সুন্দরীর পাঁচ অনন্য নজির, যা আপনার চোখ কপালে তুলবেই

আরও পড়ুন: ছয় ভারতীয় অধিনায়ক, যারা সব ম্যাচ জিতেছেন! ছবিতে দেখে নিন

এরপর নাদালের ইনস্টাগ্রাম স্টোরির প্রেক্ষিতে লিওনেল মেসি সোশ্যাল মিডিয়াতেই লিখেছেন, 'যেভাবে নাদাল আমার সম্পর্কে বলেছে তাতে আমি ভাষা হারিয়েছি। নাদালকে ধন্যবাদ।' কোর্টে নেমে যেভাবে তিনি নিজেকে উজাড় করে দেন তাতে এই পুরস্কার-সহ সব কিছু পাওয়ার যোগ্য নাদাল, এমন কথাও উল্লেখ করেছেন মেসি। তাঁকে উইনার হিসেবেও অভিহিত করেছেন। একইসঙ্গে যাঁরা মনোনীত হয়েছেন তাঁদের প্রত্যেকের প্রশংসা করে মেসি লিখেছেন, প্রতিযোগিতার এখনও অনেক বাকি। বাস্তবে প্রত্যেকেই লরিয়াস স্পোর্টস পুরস্কার পাওয়া যোগ্য দাবিদার। 

নাদালের পোস্টটা দেখেন মেসি। তিনি নিজে টেনিস তারকাকে মেসেজ দিয়েছেন। মেসি লিখেছেন, "একজন দুর্ধর্ষ ক্রীড়াব্যক্তিত্ব আমাকে এমন সম্মান দিচ্ছে। আমি বাকরুদ্ধ। অসংখ্য ধন্যবাদ রাফা নাদাল। তোমার লড়াইয়ের জন্য তুমিও এই সম্মানের যোগ্য। তুমি জয়ী, এই সম্মান পাওয়ার জন্য আমাদের মধ্যে দারুণ লড়াই হবে। যাঁরা মনোনীত হয়েছেন এবার, তাঁরা প্রত্যেকে এই সম্মানের যোগ্য বলেই আমি মনে করি।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.