চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নজির গড়লেন মেসি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠে জার্মানির চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন লেভারকুশনকে ৭-১ গোলে হারিয়ে দিলেন লিওনেল মেসিরা। ন্যু ক্যাম্পে ম্যাজিক দেখান লিওনেল মেসি। একাই ৫টি গোল করেন আর্জেন্টিনীয় সুপারস্টার।

Updated By: Mar 8, 2012, 10:55 AM IST

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠে জার্মানির চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন লেভারকুশনকে ৭-১ গোলে হারিয়ে দিলেন লিওনেল মেসিরা। ন্যু ক্যাম্পে ম্যাজিক দেখান লিওনেল মেসি। একাই ৫টি গোল করেন আর্জেন্টিনীয় সুপারস্টার।
প্রথম লেগে বায়ার্ন লেভারকুশনকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। তাই কিছুটা সুবিধাজনক জায়গায় থেকেই মাঠে নেমেছিলেন জ্যাভিরা। ম্যাচের শুরু থেকেই আক্রমনে ঝড় তোলে বার্সেলোনা। ২৫ মিনিটে জ্যাভির পাস থেকে স্পেনের চ্যাম্পিয়ন দলটিকে এগিয়ে দেন মেসি। সেই শুরু। তারপর আর থামানো যায়নি লিটল চ্যাম্পিয়নকে। মেসিকে আটকাতে কার্যত নাস্তানাবুদ হতে হয়েছে বায়ার্নের ডিফেন্ডারদের। বিরতির ঠিক আগে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের হ্যাটট্রিক সেরে ফেলেন লিও। ফ্যাব্রেগাসের পাস ধরে একক প্রচেষ্টা দুরন্ত গোল করে যান তিনি। পরিবর্ত হিসাবে মাঠে নেমে স্কোরশিটে নিজের নাম লেখান ক্রিশ্চিয়ান টেলো। ৫৮ মিনিটে নিজের চতুর্থ আর দলের পঞ্চম গোলটি করেন লিওনেল মেসি। ৬২ মিনিটে ফের গোল বার্সেলোনার। এবার বিপক্ষের জালে বল জড়ান টেলো। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে নিজের পঞ্চম গোল করে নজির গড়েন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মেসিই হলেন প্রথম ফুটবলার,যিনি একটি ম্যাচে ৫টি গোল করার নজির গড়লেন। চলতি চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১২।

.