সঙ্গী হবেন লিয়েন্ডরই, ভূপতিকে এআইটিএ
মহেশ ভূপতির প্রচ্ছন্ন হুমকিতেও দমছে না অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। এখনও লিয়েন্ডার-ভূপতি জুটিকেই লন্ডনে পাওয়ার ব্যাপারে অনড় তারা।
মহেশ ভূপতির প্রচ্ছন্ন হুমকিতেও দমছে না অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। এখনও লিয়েন্ডার-ভূপতি জুটিকেই লন্ডনে পাওয়ার ব্যাপারে অনড় তারা।
শুক্রবার থেকে টেনিসে দল নির্বাচন নিয়ে বিতর্ক তুঙ্গে। মহেশ ভূপতি আর বোপান্নার অনুরোধ অগ্রাহ্য করে নির্বাচকরা লিয়েন্ডারের সঙ্গী হিসাবে বেছে নেন ভূপতিকেই। ভূপতিদের অনুরোধ ছিল, লন্ডন অলিম্পিকের জন্য তাদের কোনও একজনকে যেন বাছা না হয়। যেন তাঁদের দল হিসাবেই গণ্য করা হয়। সেই অনুরোধ না রাখায় ক্ষুব্ধ ভূপতি অলিম্পিকে প্রতিনিধিত্ব না করার ইঙ্গিত দেন শুক্রবার। লিয়েন্ডারকে এক হাত নিয়ে বলেন, "পিছন থেকে ছুরি মারার অভ্যাস রয়েছে ওর।"
দল নির্বাচন নিয়ে মুখ খোলায় এআইটিএ-এর এক কর্তা একহাত নেন মহেশকে। তিনি বলেন, ভূপতির এক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করাই উচিত ছিল। শনিবার এআইটিএ`র তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় মহেশ শেষপর্যন্ত না গেলে, লিয়েন্ডারের সঙ্গী হবেন বোপান্না।
এদিকে টেনিস দল নির্বাচন বিতর্কে হস্তক্ষেপ করেছে ভারতীয় অলিম্পিক সংস্থা। এআইটিএ-কে লেখা এক চিঠিতে আইওএ-এর কার্যকরী সভাপতি লিখেছেন, লন্ডনে সেরা দল পাঠানোই তাদের লক্ষ্য। এবার ভারতের টেনিস থেকে পদক পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তাই দল নির্বাচন নিয়ে ওঠা যাবতীয় বিতর্কের বিস্তারিত রিপোর্ট যেন তাদের দেওয়া হয়।