ইউ এস ওপেন ডাবলস ফাইনালে লিয়েন্ডার-স্টেপনেক জুটি

চেক সঙ্গী রাদেক স্টেপানেককে সঙ্গে করে ইউ এস ওপেনের ডাবলসের ফাইনালে উঠলেন লিয়েন্ডার পেজ। সেমিফাইনালের প্রথম সেট ৬-৬ থাকাকালীনই ম্যাচ থেকে সরে দাঁড়ান লিয়েন্ডারদের প্রতিপক্ষ জুটি মার্ক লোপেজ আর গ্র্যানোলার্স। মার্ক লোপেজের চোটের কারণে ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই এই স্প্যানিশ জুটি। এবার ফাইনালে ব্রায়ান ভাইদের মুখোমুখি হতে চলেছেন পঞ্চম বাছাই ইন্দো-চেক জুটি।

Updated By: Sep 7, 2012, 03:26 PM IST

চেক সঙ্গী রাদেক স্টেপানেককে সঙ্গে করে ইউ এস ওপেনের ডাবলসের ফাইনালে উঠলেন লিয়েন্ডার পেজ। সেমিফাইনালের প্রথম সেট ৬-৬ থাকাকালীনই ম্যাচ থেকে সরে দাঁড়ান লিয়েন্ডারদের প্রতিপক্ষ জুটি মার্ক লোপেজ আর গ্র্যানোলার্স। মার্ক লোপেজের চোটের কারণে ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই এই স্প্যানিশ জুটি। এবার ফাইনালে ব্রায়ান ভাইদের মুখোমুখি হতে চলেছেন পঞ্চম বাছাই ইন্দো-চেক জুটি।

আরও একটা গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানি ভারতের `চির নবীন` টেনিস তারকা লিয়েন্ডার পেজের সামনে। অলিম্পিকসের সময় তাঁকে ঘিরে তৈরি সব বিতর্ককে তুরি মেরে উড়িয়ে গ্ল্যান্ডস্ল্যামের ময়দানে আবার স্বমহিমায় লিয়েন্ডার। জীবনের ১৩ তম গ্ল্যান্ডস্যাম খেতাবের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি। প্রসঙ্গত, এই রাদেক স্টেপানেকের সঙ্গে জুড়ি বেঁধে চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ৩৯ বছর বয়সী এই ভারতীয়। এর আগে দুবার ইউ এস ওপেনের ডাবলস খেতাব জিতেছেন লিয়েন্ডার পেজ।

.