লিয়েন্ডারই আদর্শ টেবিল টেনিস চ্যাম্পিয়ন অনিন্দিতার

মঙ্গলবার প্রায় সাড়ে তিন ঘন্টা দেরিতে দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনে ঢুকছে, সেই সময় এ-ওয়ান কোচে যাত্রী অনিন্দিতা চক্রবর্তীকে নাড়া দিল ১৯ বছর আগের এক স্মৃতি। এরকমই টেবিল টেনিসে দলগত বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে নিজের শহরে ফিরেছিলেন অনিন্দিতা। ১৯৯৮ সালে বাংলা দলগতভাবে শেষ জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলে অনিন্দিতার সর্তীথরা প্রায় সবাই অবসর নিয়ে ফেলেছেন। কিন্ত থামেনি অনিন্দিতার অশ্বমেধের ঘোড়া। ২০১৭ সালে আবার বাংলা চ্যাম্পিয়ন। দলে সেই অনিন্দিতা। ৩৯ বছর বয়সে এসেও টেবিল টেনিসের ক্ষিদেও আজও অটুট। এর নেপথ্য কারিগর অনিন্দিতার পরিবার। বিশেষ করে তার মেয়ে।

Updated By: Feb 7, 2017, 11:47 PM IST
লিয়েন্ডারই আদর্শ টেবিল টেনিস চ্যাম্পিয়ন অনিন্দিতার

ওয়েব ডেস্ক: মঙ্গলবার প্রায় সাড়ে তিন ঘন্টা দেরিতে দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনে ঢুকছে, সেই সময় এ-ওয়ান কোচে যাত্রী অনিন্দিতা চক্রবর্তীকে নাড়া দিল ১৯ বছর আগের এক স্মৃতি। এরকমই টেবিল টেনিসে দলগত বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে নিজের শহরে ফিরেছিলেন অনিন্দিতা। ১৯৯৮ সালে বাংলা দলগতভাবে শেষ জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলে অনিন্দিতার সর্তীথরা প্রায় সবাই অবসর নিয়ে ফেলেছেন। কিন্ত থামেনি অনিন্দিতার অশ্বমেধের ঘোড়া। ২০১৭ সালে আবার বাংলা চ্যাম্পিয়ন। দলে সেই অনিন্দিতা। ৩৯ বছর বয়সে এসেও টেবিল টেনিসের ক্ষিদেও আজও অটুট। এর নেপথ্য কারিগর অনিন্দিতার পরিবার। বিশেষ করে তার মেয়ে।

 

নিজে খেলেন এবং খেলা শেখান। তবুও অনিন্দিতার অকপট স্বীকারোক্তি সুতীর্থাদের থেকেও অনেক কিছু শিখেছেন। ৩৯ বছর বয়সেও ফিটনেস লেবেল হার মানাবে অনেককেই। লিয়েন্ডারকে আদর্শ করে নিজেকে সবসময় মোটিভেট করেন অনিন্দিতা চক্রবর্তী। (বিরাটে 'পয়া' ব্যাট এখন মিউজিয়ামে)

.