মরক্কোর বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জয়ে ফিরল মেসিহীন আর্জেন্টিনা
পুরো ম্যাচে সব মিলিয়ে ৪৯ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন রেফারি।
নিজস্ব প্রতিবেদন : আগের ম্যাচে ভেনেজুয়েলার কাছে হারের ধাক্কা কাটিয়ে লিওনেল মেসিকে ছাড়াই জয়ে ফিরল আর্জেন্টিনা। মরক্কোর বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেল লিওনেল স্কালোনির দল।
মঙ্গলবার তানজিয়ারে মেসিহীন আর্জেন্টিনার খেলায় তেমন চটক চোখে পড়ল না। প্রথমার্ধে ফুটবলের চেয়ে হাতাহাতি আর ধাক্কাধাক্কিই হয়েছে বেশি। দুই দলই ১৪টি করে ফাউল করে বসে। বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল মরক্কোই। তবে প্রথমার্ধ গোলশূন্য থাকে।
⚽ #SelecciónMayor@Argentina 1 - #Marruecos 0
¡Final del partido! Con gol de Ángel Correa, el Seleccionado Nacional triunfó en el estadio de Tánger! pic.twitter.com/iNVfmcktmO
— Selección Argentina (@Argentina) March 26, 2019
দ্বিতীয়ার্ধেও দিবালা-মার্তিনেসদের খেলায় আক্রমণে গতি বাড়েনি। অবশেষে ৮৩ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। মাতিয়াস সুয়ারেসের ছোট্ট পাস ধরে একটু এগিয়ে গিয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোল করেন পরিবর্ত হিসেবে নামা অ্যাঞ্জেল কোররেয়া। বাকি সময় আর্জেন্টিনার রক্ষণে চাপ সৃষ্টি করলেও সমতায় ফিরতে পারেনি মরক্কো। পুরো ম্যাচে সব মিলিয়ে ৪৯ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন রেফারি। কোপা আমেরিকার আগে শেষ প্রস্তুতি ম্যাচে মরক্কোকে হারিয়ে একটু হলেও যেন আত্মবিশ্বাস ফিরে পেল লিওনেল স্কালোনির দল।
আরও পড়ুন - জেসাসের জোড়া গোলে জয়ে ফিরল ব্রাজিল