আজ থেকে শুরু শেষ টেস্ট

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অ্যাডিলেডে সিরিজের শেষ টেস্ট। সিরিজ হারের পর এই ম্যাচ সম্মানরক্ষার লড়াই ভারতীয় দলের সামনে। অ্যাডিলেডে ভারতীয় দলের রেকর্ড সাম্প্রতীক অতীতে বেশ ভাল।ডনের শহরে ব্যাটিং সহায়ক বাইশ গজে নতুন করে আশার আলো দেখছে ভারত।

Updated By: Jan 23, 2012, 10:15 PM IST

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অ্যাডিলেডে সিরিজের শেষ টেস্ট। সিরিজ হারের পর এই ম্যাচ সম্মানরক্ষার লড়াই ভারতীয় দলের সামনে। অ্যাডিলেডে ভারতীয় দলের রেকর্ড সাম্প্রতীক অতীতে বেশ ভাল।ডনের শহরে ব্যাটিং সহায়ক বাইশ গজে নতুন করে আশার আলো দেখছে ভারত।
সিরিজ হাতছাড়া। এখন শুধু সম্মান বাঁচানোর লড়াই। আর সেই সম্মান বাঁচানোর লক্ষ্যে অ্যাডিলেডে সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। গোটা টেস্ট সিরিজে ভারতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওপেনিং পার্টানারশিপ। সেওয়াগ এবং গম্ভীরের মধ্যে সর্বোচ্চ পার্টনারশিপ চব্বিশ রানের। ভারতের মিডিল অর্ডারও অফ স্টাম্পের বাইরের বল খেলতে ব্যর্থ হয়েছে বারবার। এই টেস্টে সবার চোখ থাকবে ধোনির পরিবর্তে দলে আসা বাংলার ঋদ্ধিমান সাহার ওপর। লক্ষ্মণের জায়গায় দলে ঢুকতে পারেন রোহিত শর্মা। সেওয়াগের অধিনায়কত্বে এই ম্যাচে দুই স্পিনার নিয়ে খেলবে ভারতীয় দল।অন্যাদিকে অস্ট্রেলিয়ার শন মার্শ এবং উইকেট কিপার ব্র্যাড হ্যাডিনের জন্য হারান ফর্ম খুঁজে পাওয়ার এটা সুবর্ণ সুযোগ। অ্যাডিলেডে ভারতের রেকর্ড বেশ ভাল। ভারতের মুষড়ে পড়া আত্মবিশ্বাসকে খানিকটা অক্সিজেন যোগাতে পারে সেই রেকর্ড। শেষ কয়েক বছর ভারত এখানে কোন টেস্ট হারেনি। ২০০৩-০৪ সিরিজে অ্যাডিলেডে সচিন, লক্ষ্মণ এবং সেওয়াগ শতরান করেছিলেন। দ্রাবিড় করেছিলেন দ্বিশতরান। অ্যাডিলেডের ব্যাটিং সহায়ক উইকেটে এবারও সেই রেকর্ড ধরে রাখতে চাইবে ডানকান ফ্লেচারের দল।
 

.