La Liga: বেলের সেঞ্চুরিতে মাদ্রিদ ডার্বি জয় মদ্রিচদের

২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে উঠে এল রিয়াল মাদ্রিদ। তিন নম্বরে নেমে গেল অ্যাটলেটিকো(৪৪)। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

Updated By: Feb 10, 2019, 05:20 PM IST
La Liga: বেলের সেঞ্চুরিতে মাদ্রিদ ডার্বি জয় মদ্রিচদের
সৌজন্যে- টুইটার

নিজস্ব প্রতিবেদন : মাদ্রিদ ডার্বিতে দুরন্ত জয় রিয়ালের। অ্যাটলেটিকোর ঘরের মাঠে ৩-১ গোলে তাদের হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে ২ নম্বরে উঠে এল সোলারির দল। সেই সঙ্গে রিয়ালের জার্সিতে মাদ্রিদ ডার্বিতে শততম গোল করলেন ওয়েলস তারকা গ্যারেথ বেল।

শনিবার ওয়ান্দা মেট্রোপলিটন স্টেডিয়ামে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো ও রিয়াল। দর্শনীয় ভলিতে গোল করে ম্যাচের ১৬ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ক্যাসেমিরো। মিনিট পাঁচেক পরেই ব্যবধান দ্বিগুন হতে পারত। কিন্তু লুকাস ভাসকেস সুযোগ হাতছাড়া করেন। উল্টে ২৫ মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে সমতায় ফেরে অ্যাটলেটিকো। বিরতির আগে বক্সের মধ্যে ভিনিসিয়াসকে পেছন থেকে হোসে হিমেনেস ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।স্পটকিক থেকে গোল করতে কোনও ভুল করেননি সের্জিও রামোস। ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধের শুরুতে আলভারো মোরাতা গোল পেলেও ভিএআরের সাহায্য নিয়ে অফ-সাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। ৫৮ মিনিটে ব্রাজিলিয়ান ভিনিসিয়াসকে বসিয়ে বেলকে নামান রিয়াল কোচ। ৭৪মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে কোনাকুনি শটে গোল করেন ওয়েলস তারকা। রিয়ালের জার্সিতে এটি বেলের শততম গোল।

এদিকে অ্যাটলেটিকোর মিডফিল্ডার টমাস মার্টে ৮০ মিনিটে টনি ক্রুসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময়ে ১০ জনে আর লড়াই করতে পারেনি গ্রিজম্যানরা। ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে উঠে এল রিয়াল মাদ্রিদ। তিন নম্বরে নেমে গেল অ্যাটলেটিকো(৪৪)। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

আরও পড়ুন - ব্যাটে রান এল না! কিপিংয়ে ধোনি বোঝালেন, তিনি এখনও 'ধনী'

.