Kylian Mbappe: বায়ার্নের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে নেই এমবাপে! কতদিন মাঠের বাইরে ফরাসি তারকা?
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে ৮ ফেব্রুয়ারি ফরাসি লিগে মার্সেইয়ের বিরুদ্ধে খেলা রয়েছে পিএসজি-র। এর ঠিক তিন দিন পরে লিগ ওয়ানে মোনাকোর বিরুদ্ধে নামবে পিএসজি। এমবাপের চোটের যা অবস্থা, তাতে চ্যাম্পিয়ন্স লিগ ও ফরাসি লিগের ম্যাচে নেই এমবাপে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্রেঞ্চ লিগ ওয়ানের (Ligue 1) মঁপেলিয়েকে (Montpellier) হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলেও, প্যারিস সঁ জরমঁ (Paris Saint Germain)-এর জন্য খারাপ খবর। সেই ম্যাচে পেনাল্টি মিস করার পর চোটের কবলে পড়লেন কিলিয়ান এমবাপে (Kylian Embappe)। চোট যে গুরুতর সেটা নিশ্চিত করেছে পিএসজি (PSG)।
প্যারিস সাঁ জাঁ ম্যাচটি জিতেছে ঠিকই। কিন্তু এমবাপের চোট চিন্তায় ফেলে দিয়েছে প্যারিসের ক্লাবকে। মঁপেলিয়ের বিরুদ্ধে ২১ মিনিটের চোটে মাঠ ছাড়েন ফরাসি তারকা। প্যারিস সাঁ জাঁ কোচ গালতিয়ের বলেছিলেন, "দেখে তো মনে হচ্ছে ওর চোট গুরুতর নয়।” কিন্তু মেডিক্যাল পরীক্ষার পর জানা গিয়েছে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপেকে। এমবাপের পরিস্থিতি কিন্তু চিন্তা বাড়াচ্ছে প্যারিস সাঁ জাঁকে।
পিএসজি জানিয়ে দিয়েছে, "পরীক্ষার পর দেখা গিয়েছে, এমবাপের বাঁ পায়ের হাঁটুর পিছনের দিকের পেশিতে চোট রয়েছে। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপেকে।" এমবাপে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার অর্থ, ১৪ ফেব্রুয়ারির বায়ার্ন বনাম পিএসজি ম্যাচে পাওয়া যাবে না ফরাসি তারকাকে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম সাক্ষাতে মুখোমুখি পিএসজি ও বায়ার্ন। ম্যাচটি হবে প্যারিস সাঁ জাঁর ঘরের মাঠে। সেই ম্যাচে এমবাপেকে ছাড়াই নামতে হবে লিও মেসিদের।
আরও পড়ুন: Exclusive, Joginder Sharma: শেষ ওভারে বল করার আগে ধোনি কী বলেছিলেন? অবসর নিয়ে ফাঁস করলেন যোগিন্দর
আরও পড়ুন: Lionel Messi: ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন? বড় আপডেট দিলেন মেসি
Medical update.@Aspetar
— Paris Saint-Germain (@PSG_English) February 2, 2023
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে ৮ ফেব্রুয়ারি ফরাসি লিগে মার্সেইয়ের বিরুদ্ধে খেলা রয়েছে পিএসজি-র। এর ঠিক তিন দিন পরে লিগ ওয়ানে মোনাকোর বিরুদ্ধে নামবে পিএসজি। এমবাপের চোটের যা অবস্থা, তাতে চ্যাম্পিয়ন্স লিগ ও ফরাসি লিগের ম্যাচে নেই এমবাপে।
মঁপেলিয়ের বিরুদ্ধে ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে পারেননি এমবাপে। খেলার শুরুর দিকেই পেনাল্টি পেয়েছিল পিএসজি। শট নিতে গিয়েছিলেন ফরাসি তারকা। তাঁর শট বাঁচান মঁপেলিয়ের গোলকিপার। কিন্তু শট নেওয়ার সময় ঠিক জায়গায় দাঁড়াতে না পারায় দ্বিতীয়বার শট নিতে হয় এমবাপেকে। তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। এর পরেই চোট পেয়ে বেরিয়ে আসেন ফরাসি তারকা।