IPL 2020: কেদার-পীযুষের মধ্যে কী এমন দেখলেন? ধোনিকে ধুয়ে দিলেন শ্রীকান্ত
চেন্নাই সুপার কিংস দলের ক্রিকেটারদের গড় বয়স অন্যান্য দলের তুলনায় অনেক বেশি। দলে হাতে গোনা মাত্র কয়েকজন তরুণ ক্রিকেটার থাকলেও, ব্যর্থতার দায় তাদের ওপরই চাপিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
নিজস্ব প্রতিবেদন: সোমবার রাজস্থান রয়্যালসের কাছে লজ্জাজনক হারের পর এবারের আইপিএল থেকে বিদায় ঘন্টা কার্যত বেজে গিয়েছে চেন্নাই সুপার কিংসের। চলতি আইপিএলের শুরু থেকেই ধারাবাহিক নয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। দীর্ঘদিন পর বাইশ গজে , প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও প্রাক্তন ভারত অধিনায়কের পারফরম্যান্স স্ক্যানারের নিচে। সিএসকের ব্যর্থতার দায় আবার দলের তরুণ ক্রিকেটারদের ঘাড়ে চাপিয়েছেন এমএসডি। আর তাতেই বেজায় চটেছেন প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
চেন্নাই সুপার কিংস দলের ক্রিকেটারদের গড় বয়স অন্যান্য দলের তুলনায় অনেক বেশি। দলে হাতে গোনা মাত্র কয়েকজন তরুণ ক্রিকেটার থাকলেও, ব্যর্থতার দায় তাদের ওপরই চাপিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর কথায়, সিএসকে-র তরুণ ক্রিকেটারদের মধ্যে কোনরকম স্পার্ক তিনি দেখতে পান নি। তারা জ্বলে উঠতে পারেনি। ধোনির এই মন্তব্যের পরই রীতিমতো চটেছেন প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
ধোনিকে সম্মান দিয়ে তাঁর প্রশ্ন, তরুণ ক্রিকেটারদের মধ্যে কোনওরকম আগুন না থাকলে, তবে কি অভিজ্ঞ (ব্যর্থ) কেদার যাদব, পীযূষ চাওলার মধ্যে কী স্পার্ক দেখলেন চেন্নাই অধিনায়ক? দুই ক্রিকেটার কিভাবে প্রথম একাদশে সুযোগ পান? সে প্রশ্ন করেছেন শ্রীকান্ত।
প্রসঙ্গত এবারের আইপিএলে আট ম্যাচ খেলে মাত্র ৬২ রান করেছেন কেদার যাদব। আর সিএসকে জার্সিতে ৭ ম্যাচ খেলে পীযূষ চাওলা নিয়েছেন ৬ উইকেট। সিএসকে-র এবারের ব্যর্থতার জন্য দলের সিনিয়র ক্রিকেটারদের কার্যত কাঠগড়ায় তুলেছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
আরও পড়ুন - IPL 2020: ধোনির দলকে হারিয়ে, এমএসডি-র জার্সি উপহার পেলেন বাটলার