বঙ্গসন্তানের গোলে প্রথম আইএসএল চ্যাম্পিয়ন কলকাতা

প্রথম আইএসএল জিতে নিল কলকাতা। সচিনের কেরল ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়ে ভারত সেরা সৌরভের অ্যাতলেতিকো দে কলকাতা। খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে রফিকের জয় সূচক গোলে  স্বপ্নের জয় পেল কলকাতা।

Updated By: Dec 21, 2014, 12:16 AM IST
বঙ্গসন্তানের গোলে প্রথম আইএসএল চ্যাম্পিয়ন কলকাতা

ওয়েব ডেস্ক: প্রথম আইএসএল জিতে নিল কলকাতা। সচিনের কেরল ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়ে ভারত সেরা সৌরভের অ্যাতলেতিকো দে কলকাতা। খেলার ৯৩ মিনিটের মাথায়  রফিকের জয় সূচক গোলে  স্বপ্নের জয় পেল কলকাতা।

টুর্নামেন্ট জুড়ে বহু বিদেশি তারকারা ম্যাজিক দেখালেও ওস্তাদের মার শেষ রাতে দেখিয়ে গেলেন এক বঙ্গ সন্তান। ইনজুরি টাইমে কলকাতার ছেলে রফিকের গোলের সৌজন্যে সৌরভের দলের কাছেই এক বছরের জন্য জমা হল আইএসএল সেরার ট্রফি। প্রসঙ্গত, সারা টুর্নামেন্টে আর একটি ম্যাচ খেলেননি তিনি।

কলকাতার ছেলের করা গোলেই শেষ হাসি হাসল হাবাস ব্রিগেড। টানটান উত্তেজনার ফাইনালে ৯৩ মিনিটে রফিকের গোলটাই দুদলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।  

অধিকাংশ সময় ম্যাচের রাশ নিজেদের হাতে রাখলেও  কাজের কাজটা করতে পারেনি সচিনের দল। অ্যাতলেতিকোর গোলের নিচে দুরন্ত খেললেন বেটে। তবে পরিবর্ত হিসেবে নেমে সুপার সাব হয়ে গেলেন রফিক। সচিন-সৌরভ দ্বৈরথে শেষ হাসি হাসলেন সৌরভই।

সৌরভ সহ গোটা কলকাতার দলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

.