আই লিগের মেগা ডার্বি ঘিরে উত্সবের মেজাজ কলকাতায়

গতবছর আই লিগে চ্যাম্পিয়নশিপে সঞ্জয় সেনকে টেক্কা দিয়েছিলেন মুম্বইকর। কলকাতা ময়দানে প্রথমবার দুই প্রাক্তন আই লিগ চ্যাম্পিয়ন কোচের মুখোমুখি লড়াইয়ের আগে অনেকটাই যেন রিলাক্সড খালিদ। লিগের দ্বিতীয় ম্যাচই এবার ডার্বি। তাই মর্যাদার ম্যাচে অঙ্ক করে এগোতে চাইছেন সঞ্জয়।

Updated By: Dec 3, 2017, 01:39 PM IST
আই লিগের মেগা ডার্বি ঘিরে উত্সবের মেজাজ কলকাতায়

নিজস্ব প্রতিবেদন : সুপার সানডেতে আই লিগের মেগা ডর্বি। সোনি নর্ডি বনাম আল আমনা। অন্যদিকে, খালিদ জামিল বনাম সঞ্জয় সেন। ভারতীয় ফুটবলের সেরা ম্যাচ ঘিরে এখন সরগরম ফুটবলের মক্কা কলকাতা।

এ যেন সুপার সানডেতে ভারতীয় ফুটবলের সেরা বক্সঅফিস। প্রায় দু'বছর পর যুবভারতীতে ফিরছে বাঙাল-ঘটির লড়াই। আই লিগের প্রথম ডার্বিতে মোহনবাগান-ইস্টবেঙ্গলের লড়াই ঘিরে ময়দানে আবার যেন সেই চেনা পরিবেশ। মিনার্ভা ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর ডার্বির আগে ধাক্কা খেয়েছিলেন সোনিরা। কিন্তু আইজল ম্যাচে লাল-হলুদের পয়েন্ট নষ্ট যেন চাগিয়ে দিয়েছে সবুজ-মেরুন শিবিরকে। বড়ম্যাচের আগে টেনশনহীন ইস্টবেঙ্গলও।

আরও পড়ুন- যুব বিশ্বকাপের ধাঁচে ডার্বি আয়োজন

গতবছর আই লিগ চ্যাম্পিয়নশিপে সঞ্জয় সেনকে টেক্কা দিয়েছিলেন মুম্বইকর। কলকাতা ময়দানে প্রথমবার দুই প্রাক্তন আই লিগ চ্যাম্পিয়ন কোচের মুখোমুখি লড়াইয়ের আগে এখন অনেকটাই যেন রিলাক্সড খালিদ। লিগের দ্বিতীয় ম্যাচই এবার ডার্বি। তাই মর্যাদার ম্যাচে অঙ্ক করে এগোতে চাইছেন সঞ্জয়।

এদিকে, কুঁচকির চোট সারিয়ে অনেকটাই ফিট হয়ে উঠেছেন জাপানি ইউতা। বড়ম্যাচে বাগান জার্সিতে অভিষেক হতে চলেছে তাঁর। ইউতা খেললেও বাগানের সেরা অস্ত্র সেই সোনি আর ক্রোমা। অন্যদিকে খালিদের তুরুপের তাস মাঝমাঠে কাতসুমি আর আমনা জুটি। শিলিগুড়িতে আমনাকে খেলতে না দিয়ে বাজিমাত করেছিলেন শঙ্করলাল। সিরিয়ান তারকাকে আটকানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে সঞ্জয়ের। রবিবার ডার্বিতে নজর থাকবে দুই প্রাক্তন মোহনবাগানি কাতসুমি আর এডুর দিকে। সব মিলিয়ে শীতের দুপুরে মেগা ম্যাচ ঘিরে ফুটবল উতসবে মেতে উঠেছে কলকাতা।

.